বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :- পঞ্চগড়ের বোদা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মাঝগ্রাম জামে মসজিদকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে।
মুসল্লিদের মধ্যে বিভক্তি হওযায় মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের পদ থেকে সরে দাঁড়ান। এরপর একটি এডহক কমিটি গঠন করা হলেও, ইমাম নিয়ে বিতর্কের জেরে মঙ্গলবার ফজরের নামাজের সময় দু’পক্ষের হাতাহাতিতে কয়েকজন আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদটির মুসল্লিরা বেশ কিছু অভিযোগ এনে দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েন। এই গ্রুপিং এড়াতে কয়েকমাস আগে মসজিদ কমিটির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন তাদের পদ থেকে পদত্যাগ করেন। এরপর মসজিদ পরিচালনা এবং ভবিষ্যত কমিটি গঠনের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি এডহক কমিটি গঠন করা হয়। সম্প্রতি মসজিদের সাধারণ সম্পাদক পরিচয়ে আবু বক্কর সিদ্দিক বাবু সাবেক কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন।
অভিযোগটি সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও সাবেক সভাপতি রুহুল আমিন উভয়েই অস্বীকার করেন। তারা দাবি করেন, এডহক কমিটির কাছে মসজিদের সম্পূর্ণ আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়েছে।এডহক কমিটির সদস্য মকবুল হোসেন বলেন, “সাবেক কমিটির নেতৃবৃন্দ আমাদের কাছে হিসাব দিয়েছেন, গতকাল সোমবার মাইকে ঘোষণা দিয়ে সাধারণ মুসল্লিদের কাছেও এই হিসাব দিয়েছেন। এদিকে মঙ্গলবার ফজরের নামাজের সময় মসজিদে ইমাম নিয়ে দু’পক্ষের বিতর্ক তৈরি হয়। এই বিতর্ক তীব্র আকার নিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, যাতে কয়েকজন মুসল্লি আহত হন। মসজিদের নিয়মিত মুসল্লিরা ধর্মীয় প্রতিষ্ঠানের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকল পক্ষকে নিয়মতান্ত্রিকভাবে এক হতে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।