শিরোনাম
রংপুরে চিড়িয়াখানার ভেতরের শিশুপার্কে ট্রেনের নিচে পড়ে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে রংপুরে প্রক্সি পরীক্ষা দিতে এসে ব্যাংক কর্মকর্তার ১ মাসের জেল সাংবাদিকতায় সকল বিষয়ে জ্ঞান অর্জনের মানুষিকতা থাকতে হবে প্রশিক্ষণ কর্মশালায়-শিবলী সাদিক খান অফিসে ঘুষ, বাইরে রাজনীতি -ফেরদৌস আলমের হাতে মিরপুর বিটিসিএলের দম বন্ধ!” টিউশন ফি বৃদ্ধিতে দিশেহারা তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা দিনাজপুরে প্রশ্ন ফাঁস চক্রের ডিভাইস সহ গ্রেফতার – ০৩ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭২ জনের নামে মামলা এনসিপি ক্ষমতায় না গেলেও কারও ‘পোষা’ দল হবে না: সারজিস আলম এ মাসেই ২০০ প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে: সালাহউদ্দিন আহমেদ গাইবান্ধায় এসপি, ওসির বিরুদ্ধে এসআইয়ের স্ত্রীর মামলা

দিনাজপুরে প্রশ্ন ফাঁস চক্রের ডিভাইস সহ গ্রেফতার – ০৩

Juyel Khandokar

দিপংকর রায়, দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুরে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ডিভাইস সহ এক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) শহরের ফকিরপাড়া এলাকার স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে। অভিযানে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, এবং নকল স্ট্যাম্প জব্দ করা হয়েছে।

চক্রের গ্রেফতার তিন জন হলেন জেলার বিরল উপজেলার ছাঙ্গুল পূর্ব রামচন্দ্রপুর এলাকার আতুতোষ রায়ের ছেলে কৃষ্ণপদ রায় অন্য দুই জন সবুজ ও মামুন দুজনই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ সুত্রে জানানো হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, প্রথমে পরীক্ষার্থী কৃষ্ণপদ রায়কে পরীক্ষাকেন্দ্র থেকে গ্রেফতার। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়স তথ্যের ভিত্তিতে ফকিরপাড়ার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে পরীক্ষায় ব্যবহার করেছে পাঁচটি ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তে যদি আরও কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।

পুলিশের ধারণা, গ্রেফতারকৃতরা একটি সংগঠিত চক্রের অংশ, যারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে আসছে। দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

Leave a Reply