শিরোনাম
রংপুরে তিন সাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন এক হাদির রক্তের ওপর লাখো হাদি দাঁড়িয়ে যাবে: হেফাজতে ইসলাম সবাই হাদি হতে পারে না, আমি চেষ্টা করেও পারিনি: মাহমুদুর রহমান রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ হাদিকে গুলি: ফেনী সীমান্তে বিজিবির তল্লাশি ও টহল জোরদার আমার নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব দানে ইউ এন ( UN) ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ জন বাংলাদেশি সেনা নিহত, জানায় আই এস পি আর শহর থেকে গ্রামের বাড়ি গেলেন বেড়াতে, রাতে গলা কেটে হত্যা

দিনাজপুরে প্রশ্ন ফাঁস চক্রের ডিভাইস সহ গ্রেফতার – ০৩

Chif Editor

দিপংকর রায়, দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুরে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ডিভাইস সহ এক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) শহরের ফকিরপাড়া এলাকার স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে। অভিযানে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, এবং নকল স্ট্যাম্প জব্দ করা হয়েছে।

চক্রের গ্রেফতার তিন জন হলেন জেলার বিরল উপজেলার ছাঙ্গুল পূর্ব রামচন্দ্রপুর এলাকার আতুতোষ রায়ের ছেলে কৃষ্ণপদ রায় অন্য দুই জন সবুজ ও মামুন দুজনই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ সুত্রে জানানো হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, প্রথমে পরীক্ষার্থী কৃষ্ণপদ রায়কে পরীক্ষাকেন্দ্র থেকে গ্রেফতার। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়স তথ্যের ভিত্তিতে ফকিরপাড়ার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে পরীক্ষায় ব্যবহার করেছে পাঁচটি ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তে যদি আরও কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।

পুলিশের ধারণা, গ্রেফতারকৃতরা একটি সংগঠিত চক্রের অংশ, যারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে আসছে। দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

Leave a Reply