আতিকুল ইসলাম ক্যাম্পাস প্রতিনিধি :- রাজধানীর তেজগাঁও কলেজে প্রফেশনাল(অনার্স) প্রোগ্রামের হঠাৎ টিউশন ফি বৃদ্ধি হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। শিক্ষার্থীরা বলছেন, এই অতিরিক্ত ফি বৃদ্ধি তাদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করছে।
কলেজ প্রশাসন সম্প্রতি প্রফেশনাল(অনার্স)প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য পূর্ব নির্ধারিত সেমিস্টার ফি ছিল ২৫হাজার কিন্তু কলেজ প্রশাসন হঠাৎ টিউশন ফি বৃদ্ধি করে সেমিস্টার ফি ৩৩হাজার করেছে যা পূর্বের তুলনায় এই ফি ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ উঠেছে। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, তারা মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান, যেখানে এমন অপ্রত্যাশিত ফি বৃদ্ধি মেনে নেওয়া কঠিন।
কম্পিটার সায়েন্সের এক শিক্ষার্থী বলেন,প্রসপেক্টাসে দেয়া হলো ২৫,০০০ টাকা আর অনলাইনে পেমেন্ট করতে এসে দেখি ৩৩,০০০ টাকা,এটা দেখার পর যেন মাথায় যেন আকাশ ভেঙে পড়লো।পারিবারিক অস্বচ্ছলতার কারণে প্রতিদিনই আমাকে হিমশিম খেতে হচ্ছে, তার মধ্যে হুট করে ৭,০০০ টাকা বাড়ানো মানে আমার এক মাসের বেতন নিয়ে টান দেয়া। যদি বেড়েই থাকে তাহলে আগে কেন কম লিখলো? নাকি সবই ধোঁকা!
অন্যদিকে, কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিচালন ব্যয়, শিক্ষক-স্টাফদের বেতন এবং অবকাঠামোগত উন্নয়নের খরচ বেড়ে যাওয়ায় ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।
তবে শিক্ষার্থীদের দাবি, ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তারা ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে শিক্ষার্থীদের পক্ষে যুক্তিসঙ্গত সমাধানের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে তেজগাঁও কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।তারা কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সাধারণ শিক্ষার্থীদের মতে, “শিক্ষা একটি অধিকার, বাণিজ্য নয়।” তাই তারা দাবি জানিয়েছেন— শিক্ষা ব্যয়ের চাপ কমিয়ে সবার জন্য উচ্চশিক্ষা সহজলভ্য করতে প্রশাসন যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়।



