শিরোনাম
দীপশিখার হিয়ারিং স্ক্রিনিং ক্যাম্পে শ্রবন প্রতিবন্ধী শিশুদের ফিরছে শ্রবন ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত রংপুর জেলা গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহে অবৈধ গ্যাস সংযোগে চুনের কারখানা পরিচালনা করায় আটক -১৫ টিকাদান শতভাগ সফলতার জন্য সাংবাদিকদের প্রচার খুবই গুরুত্বপূর্ণ -ড.মোহাম্মদ আলতাফ-উল-আলম রাণীশংকৈলে শ্মশান দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবিতে মানববন্ধন ফার্মগেটে মেট্রোরেলের স্প্রিং ছিটকে পড়ায় পথচারীর মৃ/ত্যু, চলাচল বন্ধ রংপুরে চিড়িয়াখানার ভেতরের শিশুপার্কে ট্রেনের নিচে পড়ে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে রংপুরে প্রক্সি পরীক্ষা দিতে এসে ব্যাংক কর্মকর্তার ১ মাসের জেল সাংবাদিকতায় সকল বিষয়ে জ্ঞান অর্জনের মানুষিকতা থাকতে হবে প্রশিক্ষণ কর্মশালায়-শিবলী সাদিক খান

দীপশিখার হিয়ারিং স্ক্রিনিং ক্যাম্পে শ্রবন প্রতিবন্ধী শিশুদের ফিরছে শ্রবন

Juyel Khandokar

দিপংকর রায়, দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুরের বিরলের ঐতিহ্যবাহী বেসরকারি সংস্থার শ্রবন প্রতিবন্ধী শিশুদের শ্রবন ফেরাতে হিয়ারিং স্ক্রিনিং ক্যাম্প।

দাতা সংস্থা লিলিয়ান ফন্ডসের অর্থ সহায়তায়
সেন্টার ফর ডিসএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের আওতায় দীপশিখার বাস্তবায়নে। ১৪ সপ্তাহ ব্যাপি চলমান ১৪টি ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রায় ৬ শতাধিক প্রতিবন্ধী শিশু ও যুবক যুবতীদের এই পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প শুরু হয়। এরই ধারা বাহিকতায় চলমান এই ক্যাম্পগুলো থেকে শ্রবন প্রতিবন্ধী শিশুদের শ্রবণ সমস্যার প্রাথমিক সনাক্তকরণ ও সহায়তা নিশ্চিত করতে। রেফারেল প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ১৩ জন শ্রবন প্রতিবন্ধী শিশুকে দিনাজপুর মার্চ সেন্টার ও রংপুর হেয়ারিং কেয়ার সেন্টারে। অভিজ্ঞ অডিওলজিস্ট দ্বারা শ্রবণ প্রতিবন্ধীদের চিকিৎসার যাবতীয় পরীক্ষা নীরিক্ষা সম্পন্ন হয়।

পরবর্তীতে নির্বাচিত এই শ্রবন প্রতিবন্ধী শিশুদের শ্রবণ সমস্যার প্রয়োজনীয় চিকিৎসা শেষে সহায়ক যন্ত্র এবং পুনর্বাসন সেবা নিশ্চিত করা হয়। শ্রবন প্রতিবন্ধীদের চিকিৎসা ও পুনর্বাসন প্রকল্পের কো অর্ডিনেটর হিমাংশু দেব দত্ত রায় জানান এই উদ্যোগের মাধ্যমে আমরা প্রতিবন্ধী শিশুদের সঠিক সহায়তা ও সমাজে অন্তর্ভুক্তির সুযোগ বাড়াতেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

Leave a Reply