শিরোনাম
এক হাদির রক্তের ওপর লাখো হাদি দাঁড়িয়ে যাবে: হেফাজতে ইসলাম সবাই হাদি হতে পারে না, আমি চেষ্টা করেও পারিনি: মাহমুদুর রহমান রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ হাদিকে গুলি: ফেনী সীমান্তে বিজিবির তল্লাশি ও টহল জোরদার আমার নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব দানে ইউ এন ( UN) ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ জন বাংলাদেশি সেনা নিহত, জানায় আই এস পি আর শহর থেকে গ্রামের বাড়ি গেলেন বেড়াতে, রাতে গলা কেটে হত্যা বাবা মির্জা ফখরুলের জন্য ভোটের মাঠে উঠান বৈঠকে ফখরুল কণ্যা মির্জা সাফারুহ তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম নতুন গতি পাবে : আমীর খসরু

রংপুরে মাকে হত্যা মামলায় পুত্রের মৃত্যুদন্ডের আদেশ

Chif Editor

শিল্পী আক্তার রংপুর ব্যুরো:-  রংপুরে মাকে হত্যা মামলায় পুত্র জামিল মিয়াকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে রংপুর জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এ আদেশ দেন। পুলিশ সুত্রে জানা যায় গত ২২ সালের আগষ্ট মাসে কাউনিয়া থানার নাজিদহ এলাকায় পারিবারিক ঝামেলায় শ্বাসরোধ করে নিজের মা জামিলা বেগম কে হত্যা করে জামিল মিয়া। হত্যার পর নিজ ঘরে পুতে রাখা হয় জামিলার লাশ। এই ঘটনায় জামিলা বেগমের ভাই ছামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।

এই ঘটনায় রাস্ট্র পক্ষের পিপি আফতাব উদ্দিন বলেন, এই রায়ে সন্তুষ্ট তারা। এমন ঘটনায় মৃত্যুদন্ড নজির হয়ে থাকবে। মাকে হত্যা মামলায় পুত্র জামিল মিয়াকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে রংপুর জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এ আদেশ দেন। পুলিশ সুত্রে জানা যায় গত ২২ সালের আগষ্ট মাসে কাউনিয়া থানার নাজিদহ এলাকায় পারিবারিক ঝামেলায় শ্বাসরোধ করে নিজের মা জামিলা বেগম কে হত্যা করে জামিল মিয়া।

হত্যার পর নিজ ঘরে পুতে রাখা হয় জামিলার লাশ। এই ঘটনায় জামিলা বেগমের ভাই ছামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করে। এই ঘটনায় রাস্ট্র পক্ষের পিপি আফতাব উদ্দিন বলেন, এই রায়ে সন্তুষ্ট তারা। এমন ঘটনায় মৃত্যুদন্ড নজির হয়ে থাকবে।

Leave a Reply