শিল্পী আক্তার রংপুর ব্যুরো:- রংপুরে মাকে হত্যা মামলায় পুত্র জামিল মিয়াকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে রংপুর জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এ আদেশ দেন। পুলিশ সুত্রে জানা যায় গত ২২ সালের আগষ্ট মাসে কাউনিয়া থানার নাজিদহ এলাকায় পারিবারিক ঝামেলায় শ্বাসরোধ করে নিজের মা জামিলা বেগম কে হত্যা করে জামিল মিয়া। হত্যার পর নিজ ঘরে পুতে রাখা হয় জামিলার লাশ। এই ঘটনায় জামিলা বেগমের ভাই ছামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।
এই ঘটনায় রাস্ট্র পক্ষের পিপি আফতাব উদ্দিন বলেন, এই রায়ে সন্তুষ্ট তারা। এমন ঘটনায় মৃত্যুদন্ড নজির হয়ে থাকবে। মাকে হত্যা মামলায় পুত্র জামিল মিয়াকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে রংপুর জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এ আদেশ দেন। পুলিশ সুত্রে জানা যায় গত ২২ সালের আগষ্ট মাসে কাউনিয়া থানার নাজিদহ এলাকায় পারিবারিক ঝামেলায় শ্বাসরোধ করে নিজের মা জামিলা বেগম কে হত্যা করে জামিল মিয়া।
হত্যার পর নিজ ঘরে পুতে রাখা হয় জামিলার লাশ। এই ঘটনায় জামিলা বেগমের ভাই ছামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করে। এই ঘটনায় রাস্ট্র পক্ষের পিপি আফতাব উদ্দিন বলেন, এই রায়ে সন্তুষ্ট তারা। এমন ঘটনায় মৃত্যুদন্ড নজির হয়ে থাকবে।



