শিরোনাম
ময়মনসিংহে ঘোড়ার গাড়িতে শিক্ষক আনিসুর রহমানের বিদায় সংবর্ধনা ৫ বছরের শিশুকে ধর্ষণ: টাকা দিয়ে ধামাচাপার চেষ্টা মমেক হাসপাতালে দালাল চক্র নিরসনে মোবাইল কোর্টে গ্রেপ্তার ১৮ জনকে সাজা প্রদান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক সম্রাট সুজনকে আটক করেছে পুলিশ দেবিদ্বারে খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন: অভিভাবক সদস্য পদে জাহাঙ্গীর আলমের ব্যালট নম্বর ৪ মানবিক সংগঠন “মানবিক কুমিল্লা” উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রংপুরে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির প্রচারাভিযান গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় মুক্তি আন্দোলন জোট গঠন এর ঘোষণা ঈশ্বরগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে পেশাদারিত্বের ঘাটতি ও চরম অদক্ষতা ঠাকুরগাঁও জেলা পুলিশ যেন উজিরে খামাখা? ভেঙে পরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি 

৫ বছরের শিশুকে ধর্ষণ: টাকা দিয়ে ধামাচাপার চেষ্টা

Juyel Khandokar

মোঃ আনাস ইবনে আরফিন, নিজস্ব প্রতিবেদক :- কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী।

এই জঘন্য ঘটনার পরও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও জনপ্রতিনিধি টাকার বিনিময়ে অপরাধ ঢাকতে চাইছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) ছালিয়াকান্দি গ্রামের উত্তর পাড়ার রমিজ মিয়ার ছেলে বাবু একই গ্রামের কদম আলীর নাতনি ও মামুন মিয়ার ৫ বছরের শিশুকন্যাকে পাশবিকভাবে ধর্ষণ করে। এরপর শিশুটিকে গুরুতর অবস্থায় স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

কিন্তু ঘটনার ৫ দিন পর, ২৮ অক্টোবর (মঙ্গলবার) স্থানীয় মহিলা মেম্বার শামসুন্নাহার (বেবি মেম্বার) ও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে একটি গ্রামীণ সালিশ বসানো হয়। ধর্ষণের মতো জঘন্য ও অমানবিক অপরাধের পরও ঘটনার ন্যায়বিচার প্রতিষ্ঠার বদলে কিছু প্রভাবশালী ব্যক্তি টাকার বিনিময়ে অপরাধ ঢাকতে উদ্যত হন।

সেই সালিশে ধর্ষণের মতো জঘন্য অপরাধের সমাধান হিসেবে ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

এই সালিশের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। অসংখ্য নারী-পুরুষ ও তরুণ-তরুণী বিক্ষোভে ফেটে পড়ে প্রতিবাদ জানায়।

এলাকাবাসী বলেন, যদি টাকায় ধর্ষণের বিচার মিটে যায় তাহলে আমাদের সমাজে আর কোনো মেয়েশিশু নিরাপদ থাকবে না। এরা শুধু অপরাধ ঢাকছে না, ধর্ষককে উৎসাহ দিচ্ছে।

এলাকাবাসী আরও বলেন, এটা বিচার নয় এটা অন্যায়ের রক্ষাকবচ। এই বিচারকারীদেরও জবাবদিহি করতে হবে। ধর্ষণের মতো অপরাধকে অর্থের বিনিময়ে মিটিয়ে দেওয়া শুধু মানবতার প্রতি অবমাননাই নয়, রাষ্ট্রের আইনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি সেই আইনের তোয়াক্কা না করে ধর্ষণকে লেনদেনের পণ্যে পরিণত করার চেষ্টা করছে।

উল্লেখ্য, ২০২০ সালে এই শিশু ধর্ষণকারীর পিতা রমিজ মিয়াকে পরকীয়া জনিত কারণে হাতেনাতে ধরা হয়েছিল। তখন তাকে এলাকাবাসী মারধর করে চেয়ারম্যানের অফিসে হস্তান্তর করে। সেদিন ছিলো বুধবার, চেয়ারম্যান বলেছিলেন এই রমিজ মিয়ার বিচার করবেন শুক্রবার। তাকে সেই দুইদিনের জন্য তাঁর ভাই রমজান মিয়ার জিম্মায় দেওয়া হয়েছিল। কিন্তু সেই ধর্ষণকারী রমিজ তার পরদিনই এলাকা ছেড়ে তার পালিয়ে যায়। সেই ঘটনার এক থেকে দেড় বছর পর আবার সে এলাকায় ফিরে আসে। কিন্তু রমিজ মিয়া যখন এলাকায় প্রবেশ করে তখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি।

এলাকাবাসীর প্রশ্ন, তখন এই ব্যবস্থা গ্রহণ করলে আজকে তার ছেলে ৫ বছরের শিশুকে ধর্ষণ করার সাহস পেত কি?

নারী অধিকার কর্মীরা বলছেন, একটি শিশুর জীবনের ওপর এমন বর্বরতা মানবতার ওপর আঘাত। এখনই দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, সমাজে এমন অপরাধ আরও বাড়বে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) দৈনিক নওরোজকে জানা, ২৯ অক্টোবর বুধবার ভিক্টিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি বলেন, ধর্ষণের মতো অপরাধে কারও প্রভাব বা অবস্থান বিবেচনা করা হবে না। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

এলাকাবাসী একবাক্যে দাবি তুলেছেন, এই ধর্ষণের বিচার আদালতে হোক, সালিশে নয়। শিশুটির জন্য আমরা ন্যায়বিচার চাই।

গ্রামের তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা বলছেন, যদি এ ধরনের জঘন্য অপরাধ টাকার বিনিময়ে মিটিয়ে ফেলা হয় তাহলে সমাজে অপরাধের সংস্কৃতি আরও গভীর হবে। এলাকাবাসীর দাবী ধর্ষণকারী বাবুকে এবং তাঁর বাবা রমিজকেও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। প্রয়োজনে এলাকাবাসী এবং সর্বস্তরের জনগণ প্রশাসনকে সহযোগিতা করবে।

Leave a Reply