কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের রাঘবপুর উত্তর পাড়ায় কৃষি জমিতে পরিচালিত অবৈধ ড্রেজার অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাঘবপুর গ্রামের মেঘনের বাড়ির উত্তর পাশে কৃষি জমিতে খোরশেদ আলম ডিলার ও বাবুল মিয়া নামের দুই ব্যক্তির মালিকানাধীন দুটি অবৈধ ড্রেজার দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল। এতে উর্বর ফসলি জমি নষ্ট হয়ে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েন। এ বিষয়ে স্থানীয়রা বারবার অভিযোগ করলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
অবশেষে, বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই দুটি ড্রেজার জব্দ করে এবং ১ হাজার ফুট পাইপ ধংস করা হয়েছে।
তবে অভিযান চলাকালীন ড্রেজার সংশ্লিষ্ট কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিনসহ দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম বলেন,কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেবিদ্বারের বিভিন্ন এলাকায় কৃষিজমি ও পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা বাড়ছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.