সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শনিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন মির্জার সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম শফি, সাধারণ সম্পাদক আবদুল জলিল ভূঁইয়া, কুমিল্লা সাংবাদিক পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, সাংবাদিক নেতা সাদিক হোসেন মামুন, ইমতিয়াজ আহমেদ জিতু, জুয়েল খন্দকারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।


