সাজ্জাদুল হাসনাত ইমন, ফটিকছড়ি প্রতিনিধি :- উপজেলার নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সুয়াবিল বনিক পাড়ায় অগ্নিকাণ্ডে তিনটি পরিবার সর্বস্ব হারিয়েছে। আগুনে পুড়ে গেছে তাদের ঘর, আসবাবপত্র, গৃহস্থালির জিনিসপত্র।
এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন। তাঁর পক্ষ থেকে শনিবার (১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরহাট পৌর শাখার নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে নগদ আর্থিক সহায়তা ও সমবেদনা জানান।
এসময় পরিবারগুলোর সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়ে উপজেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ইসমাইল গনি বলেন, “আগুনে ক্ষতিগ্রস্ত মানুষদের কষ্ট আমরা গভীরভাবে অনুভব করি। তাদের পাশে থেকে সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও জামায়াত তাদের পাশে থাকবে।”
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন সুয়াবিল ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জাহেদুল করিম শুভ, জামায়াত নেতা নেজাম উদ্দীন, পৌর যুব ও ক্রীড়া ইউনিটের দায়িত্বশীল মীর জয়নাল, ইমু, আমান উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সহযোগিতা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলেন, “আগুনে ঘরবাড়ি হারিয়ে আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম। এমন কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় আমরা নতুন করে বাঁচার সাহস পেয়েছি।”


