শিরোনাম
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কর্তৃক রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ স্থানীয় তরুনদের অসময়ে বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় ঠাকুরগাঁওয়ের কৃষকদের স্বপ্ন ভেঙেছে ফটিকছড়ি সুয়াবিলে আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাড়াল জামায়াত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই জুয়ারি আটক ও অবৈধ ড্রেজার ধ্বংস রংপুরে ২১ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধ ও সমাবেশে না মানলে লংমার্চ টু যমুনা রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত সৎমাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে শাহিন মুন্সি গ্রেপ্তার কুমিল্লায় সাগর-রুনি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ-মানববন্ধন মাদ্রাসায় পড়তে গিয়ে পরিচালক ভণ্ড কবিরাজ আনোয়ার কর্তৃক শিশু ধর্ষণের অভিযোগ  খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বাইকের পেছনে ট্রাকের ধাক্কা: সুয়াবিলের যুবক নিহত

ফটিকছড়ি সুয়াবিলে আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাড়াল জামায়াত

Juyel Khandokar

সাজ্জাদুল হাসনাত ইমন, ফটিকছড়ি প্রতিনিধি :- উপজেলার নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সুয়াবিল বনিক পাড়ায় অগ্নিকাণ্ডে তিনটি পরিবার সর্বস্ব হারিয়েছে। আগুনে পুড়ে গেছে তাদের ঘর, আসবাবপত্র, গৃহস্থালির জিনিসপত্র।

এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন। তাঁর পক্ষ থেকে শনিবার (১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরহাট পৌর শাখার নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে নগদ আর্থিক সহায়তা ও সমবেদনা জানান।

এসময় পরিবারগুলোর সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়ে উপজেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ইসমাইল গনি বলেন, “আগুনে ক্ষতিগ্রস্ত মানুষদের কষ্ট আমরা গভীরভাবে অনুভব করি। তাদের পাশে থেকে সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও জামায়াত তাদের পাশে থাকবে।”

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন সুয়াবিল ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জাহেদুল করিম শুভ, জামায়াত নেতা নেজাম উদ্দীন, পৌর যুব ও ক্রীড়া ইউনিটের দায়িত্বশীল মীর জয়নাল, ইমু, আমান উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সহযোগিতা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলেন, “আগুনে ঘরবাড়ি হারিয়ে আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম। এমন কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় আমরা নতুন করে বাঁচার সাহস পেয়েছি।”

Leave a Reply