শিরোনাম
প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মানববন্ধন ফটিকছড়িতে  বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন  প্রয়াত পিতাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস রাণীশংকৈলে কৃষি অফিসের কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প দিনমজুরের বাড়িতে ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-২ এ আগুন ঝরালেন নিক্সন! গণতন্ত্রের মঞ্চে জনতার ঢেউ, ফ্যাসিস্টদের টান টান টেনশন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী রংগ – ঢাকার মাস্তান দাবী করা প্রার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে : এম আব্দুল্লাহ যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু – শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী সিরাজদিখানে পরকীয়ার জেরে কি আত্মহত্যা করলো শিউলি

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কর্তৃক রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ স্থানীয় তরুনদের

Juyel Khandokar

সিনিয়র রিপোর্টার বিশাল রহমান :- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা কর্তৃক এনসিপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন স্থানীয় ছাত্র ও যুবরা।

জানা গেছে আজ ২ নভেম্বর রবিবার স্থানীয় ডিসি পর্যটন পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে “ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনা” শীর্ষক মুক্ত আলোচনার আয়োজন করা হয়।উক্ত আলোচনা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ঠাকুরগাঁওয়ের ছাত্র ও যুবরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস অভিযোগ করেন,জেলা প্রশাসক তরুণ বলতে শুধু এনসিপিকেই বোঝেন। এদিকে জেলা যুবদলের একাধিক নেতাও একইরকম অভিযোগ করেছেন।

জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তা এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, জেলা প্রশাসক আমাদের ডাকেন না।তিনি জনবিচ্ছিন্ন কিছু চাটুকারদের দ্বারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এ বিষয়ে ইসলামি ছাত্র শিবিরের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডিসি এনসিপির জেলা সভাপতির মতো আচরণ করছেন। এদিকে জেলার একাধিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এ বিষয়ে কথা বলে জানা গেছে, এসমস্ত কর্মসূচীর ব্যানারে তারুন্যের ভাবনার কথা প্রচার করা হলেও ডিসি সাহেব এখানে এনসিপির কর্মীসভা করছেন।ঠাকুরগাওয়ের সুশীল সমাজ অবিলম্বে রাজনৈতিক পক্ষপাতদূষ্ট জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ।

Leave a Reply