শিরোনাম
চবি ছাত্রদল কমিটিতে যোগাযোগ সম্পাদকের দায়িত্ব পেলেন দেবিদ্বারের কৃতী সন্তান ফাহাদ ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কর্তৃক রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ স্থানীয় তরুনদের অসময়ে বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় ঠাকুরগাঁওয়ের কৃষকদের স্বপ্ন ভেঙেছে ফটিকছড়ি সুয়াবিলে আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাড়াল জামায়াত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই জুয়ারি আটক ও অবৈধ ড্রেজার ধ্বংস রংপুরে ২১ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধ ও সমাবেশে না মানলে লংমার্চ টু যমুনা রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত সৎমাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে শাহিন মুন্সি গ্রেপ্তার কুমিল্লায় সাগর-রুনি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ-মানববন্ধন মাদ্রাসায় পড়তে গিয়ে পরিচালক ভণ্ড কবিরাজ আনোয়ার কর্তৃক শিশু ধর্ষণের অভিযোগ 

চবি ছাত্রদল কমিটিতে যোগাযোগ সম্পাদকের দায়িত্ব পেলেন দেবিদ্বারের কৃতী সন্তান ফাহাদ

Juyel Khandokar

নিজস্ব প্রতিবেদক :- দীর্ঘ ২৫ মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কৃতী সন্তান শাহরিয়ার উদ্দিন ফাহাদ।

গত বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শাহরিয়ার উদ্দিন ফাহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ফাহাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩নং ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের মৃত ফরিদ উদ্দিনের এর ছেলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্বে স্থান পাওয়ায় শাহরিয়ার উদ্দিন ফাহাদ দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম এবং গণতন্ত্রের প্রতীক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে দীর্ঘদিন রাজনৈতিক চর্চা করেছি। সুষ্ঠু রাজনৈতিক চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী হিসেবে তরুণদের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নেব। বর্তমানে, শিক্ষার্থীদের সার্বিক অধিকার রক্ষায় নিরলস ভাবে যেন কাজ করতে পারি সকলের কাছে সেই দোয়া প্রার্থনা করছি’।

শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবেন দেবিদ্বারের এই তরুণ এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

উল্লেখ্য, শাহরিয়ার উদ্দিন ফাহাদ সদ্য অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (চাকসু-২০২৫)-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলে সহ-দপ্তর সম্পাদক হিসেবে ১৩নং ব্যালেটে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

Leave a Reply