সিনিয়র রিপোর্টার বিশাল রহমান :- ঠাকুরগাঁওয়ে পারিবারিক দ্বন্দ্বে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। জানা গেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিতেন্দ্রনাথ বর্মনের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
জানা গেছে আজ ৩ নভেম্বর আনুমানিক সকাল সাড়ে এগারোটায় বাড়ীর গোয়ালঘরে ফাঁসি লাগিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটে। বাড়ির লোকজন রহস্যজনক কারণে লাশটি নামিয়ে রাখে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। পরে রুহিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস,আই মজনু ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এস,আই মজনুকে জিজ্ঞেস করে জানা যায় মৃতের শরীরে প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এলাকার একাধিক মানুষের সাথে কথা বলে জানা গেছে মৃত জিতেন মাষ্টারের সাথে তাঁর এক ভাইয়ের দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।



