আজিজুল ইসলাম যুবরাজঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। এসময় মো. আমিনুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (৩ নভেম্বর) র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাব-১০ এর সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় ও জব্দকৃত পণ্য ধ্বংসের নির্দেশ প্রদান করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রয়ের মাধ্যমে সাধারণ জনগণের স্বাস্থ্য নিয়ে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব জানায়, ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


