শিরোনাম
খুনীকে গ্রেফতারের দাবীতে হত্যাকারীও করে মানববন্ধন, অংশ নেয় দাফন ও জানাযায় রংপুরে রিতি আক্তার লাবণ্য প্রতাক সিন্ডিকেটের ফাঁদে মাসুদসহ অসংখ্য যুবক, কোন ভূমিকা নেই পুলিশের! রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন ১১ ডক্টরস পঞ্চগড় জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হলেন কৃষিবিদ ড: আব্দুর রহমান ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইনস্ট্রাক্টর দূর্ণীতির মহারাজা প্রকৌশলী অজয় রংপুর প্রেসক্লাব উম্মুক্তকরণ কার্যক্রমে ডিসির কোন সম্পর্ক নেই দৈনিক বায়ান্নোর আলো’র সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রেসক্লাবের ১০৫ সাংবাদিকের বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নকল প্রসাধনী ব্যবসায়ীর জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা নভেম্বর আসছে মোসাঃ আয়শা সিদ্দিকার প্রথম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘মন যে বোঝে না’

রংপুরে রিতি আক্তার লাবণ্য প্রতাক সিন্ডিকেটের ফাঁদে মাসুদসহ অসংখ্য যুবক, কোন ভূমিকা নেই পুলিশের!

Juyel Khandokar

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :-  রংপুরের পীরগঞ্জ থানাধীন, ডাকঘর-হলদিবাড়ী চতরা গাংজোয়ার গ্রামের খলিল মিয়ার কন্যা রিতি আক্তার লাবণ্য (২১) দীর্ঘদিন ধরে প্রেমের জালে ফেলে প্রতারণা করে অনেক ছাত্র, যুবককে সর্বশান্ত করে রাস্তায় বসিয়েছে বলে অভিযোগ অসংখ্য। তার রয়েছে পুলিশ সহ একটি বিশাল সিন্ডিকেট। রিতি আক্তার লাবণ্য”র বিরুদ্ধে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না রানা। নীরব ভূমিকায় এসআই হরিদাস”র

ছাত্র ও যুবকেরা মানসম্মানের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই রিতি আক্তার লাবণ্য নিজস্ব একটি সন্ত্রাসী সিন্ডিকেট গড়ে তুলেছেন, নীরব আধিপত্য বিস্তারিত লাভ করছেন, এই সিন্ডিকেটের সদস্য হিসেবে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছে বলে জানা যায়। তার কথামতো না চললে সে তার গ্রুপকে লেলিয়ে দিয়ে অর্থ আদায়, মার-ধর ও জীবন নাশের হুমকি দিয়ে ভয়ভীতি দেখায়। এই রিতি আক্তার লাবণ্য বিচরণ, রংপুরসহ উত্তরাঞ্চলের শহরগুলোতে তার প্রতারণা ফাঁদে নিঃস্ব হচ্ছে অসংখ্য যুবক। এরই ধারাবাহিকতা রিতি আক্তার লাবণ্য শিকার হিসেবে বেছে নিয়েছেন মো: মাসুদ রানা নামের এক যুকককে।

তিনি কারমাইকেল কলেজে অনার্স ফাইনাল ইয়ারের (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) বিভাগের ছাত্র, গোপীনাথপুর, বোডহাট ডাংগাপাড়া, বদরগঞ্জ, রংপুরের ছেলে মাসুদ রানা। সে নিজেও একজন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাকে টার্গেট করে রিতি আক্তার লাবণ্য বিভিন্নভাবে তাকে লোভ দেখিয়ে, বিয়ের প্রস্তাব দিয়ে নিজের আয়ত্তে এনে মাসুদ এর সমস্ত অর্থ হাতিয়ে নেন। মাসুদ রানা, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ছাত্র জীবনে নিজেকে অসহায় ভাবতে শুরু করেন ও সে ভেঙে পরেন, তখন রিতি আক্তার লাবণ্য মেয়েটি প্রেমের প্রস্তাব দেন ও ঘর বাঁধার স্বপ্ন দেখেন মাসুদ রানাকে।

অভিনব প্রতারণার ফাঁদে ফেলে মাসুদ রানার গচ্ছিত টাকা দিয়ে বাড়িভাড়া, খাওয়া দাওয়া, চলাফেরা থেকে শুরু করে সমস্ত কিছু করতেন রিতি আক্তার লাবণ্য। শুধু তাই নয়, এই মেয়েকে ভালো রাখতে মাসুদ রানার প্রায় লক্ষাধিক টাকা ধারদেনা করে চালান। এক পর্যায়ে মাসুদ রানা তার জমিজমা বন্দক রেখে রিতি আক্তার লাবন্যকে টাকা এনে দিয়েছে। এভাবে দীর্ঘ আটমাস অতিবাহিত হওয়ার পর মাসুদ রানা যখন তাকে বিয়ের কথা বলে, অনেক টাকাও দাবি করেন প্রতারক রিতি আক্তার লাবণ্য।

এক পর্যায়ের বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক স্থাপন করা সহ বিভিন্ন ছেলেদের সাথে প্রতারণা করে সর্বনাশ করার  বিষয় মাসুদ রানার কাছে ধরা পরে যায়। তখন রিতি আক্তার লাবণ্য মাসুদ থেকে আলাদা হয়ে নানান ভাবে হুমকি-ধমকি প্রদান করলে, ভালবাসা টিকাতে রিতি আক্তার লাবন্য”র বাবা-মায়ের সাথে কথা বললে, মেয়ের বাবা-মা মাসুদ রানাকে বিষয়টি দেখছেন প্রয়োজনে তুমি যখন ভালবাসো এর তোমার সাথে যখন এমন করেছেন তোমাকে যেন বিয়ে করে সেটা ব্যবস্থা আমরা করছি বলে প্রস্তাব দেন। পরে রিতি আক্তার লাবণ্য  কৌশলে তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে চতরা গ্যাংদেরকে নিয়ে আগে থেকে উত পেতে বসে থাকেন। তখন মাসুদকে বিয়ে করবেন কাজী, অফিসের খরচ নিয়ে যাওয়ার কথা বলে ফোন করে ধাপের হাটে  নিয়ে মাসুদ রানাকে বেদম ভাবে পেটায় ও সাথে থাকা নগদ ২২,৩০০/- টাকা ও বিকাশ থেকে ৯০০/- টাকা এবং তার মোবাইল ছিনিয়ে নিয়ে ছেড়ে দেন। এছাড়া এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলবেন বলেও হুমকি-ধমকি প্রদান করেন।

রিতি আক্তার লাবণ্যসহ তার গ্যাং সদস্যরা। এ ব্যাপারে মাসুদ রানা পীরগঞ্জ থানায় গেলে এসআই হরিদাস আইনের আশ্রয় নিতে বলে, সে মোতাবেক মাসুদ রানা আইনগত ব্যবস্থা নিলে এসআই হরিদাস মাসুদের ছিনতাই হওয়া মোবাইল ফেরত দেওয়ার ব্যবস্থা করেন এবং মাসুদ রানাকে বলে, আসলে রিতি আক্তার লাবণ্য মেয়েটি খারাপ প্রকৃতির, এ বিষয়ে এ রকম অনেক ঘটনা এলাকাবাসীর কাছে জানতে পারি। উক্ত বিষয় জানতে অভিযোগ এর তদন্ত কর্মকর্তার এসআই হরিদাস এর সাথে ৭ দিন যাবৎ যোগাযোগ করলে বিস্তারিত জানাচ্ছি বলে ৪ দিন তথ্য দেওয়ার আশ্বাস দিয়ে পরে আর ফোন দিলে তিনি ফোন সুইচ অফ করে দেন। স্থানীয়দের সূত্রমতে, রিতি আক্তার লাবণ্যের সিন্ডিকেট-এর সাথে প্রায় কথা বলতে এসআই হরিদাসকে দেখা যায়। রিতি আক্তার লাবণ্য”র সিন্ডিকেটের সদস্য কিনা এ নিয়েও প্রশ্ন অনেকের মনে।

রিতি আক্তার লাবণ্য এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায়, তার চরিত্র নিয়ে এলাকায় একাধিক বিচার সালিশ হয়েছে, নানা যুবকদের সাথে প্রতারণা বিষয়টিও নতুন কিছু নয় বলে এলাকাবাসীর দাবি। রিতি আক্তার লাবণ্য বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক স্থাপন করে, নিজের মোবাইলে  ছেলেদের সাথে একান্ত মেলামেশার কিছু ছবি ও ভিডিও ফুটেজ এর কিছু তথ্য এসেছে প্রতিবেদকের হাতে।

Leave a Reply