শিরোনাম
দেশের গণতান্ত্রিক শাসন অব্যাহত রাখতে স্থানীয় সাংবাদিকদের সহায়তা চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মানববন্ধন ফটিকছড়িতে  বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন  প্রয়াত পিতাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস রাণীশংকৈলে কৃষি অফিসের কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প দিনমজুরের বাড়িতে ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-২ এ আগুন ঝরালেন নিক্সন! গণতন্ত্রের মঞ্চে জনতার ঢেউ, ফ্যাসিস্টদের টান টান টেনশন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী রংগ – ঢাকার মাস্তান দাবী করা প্রার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে : এম আব্দুল্লাহ যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু – শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী

খুনীকে গ্রেফতারের দাবীতে হত্যাকারীও করে মানববন্ধন, অংশ নেয় দাফন ও জানাযায়

Juyel Khandokar

কুমিল্লা প্রতিনিধি :- আপন চাচাতো ভাইয়ের হাতেই নির্মম ভাবে হত্যার শিকার হয় ৬বছরের শিশু আদিবা জাহান মিম। খুনের পর হত্যাকারী নিজেই খোঁজাখুজি করে আদিবাকে, লাশ উদ্ধারের পর অংশ নেয় জানাযা ও দাফনে, খুনির গ্রেফতার দাবীতে করেছে মানববন্ধনও।

না এটা কোন সিনেমার গল্প কাহিনি নয়, এমনটাই ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামে। আবু হানিফ মিয়ার ৬বছরের শিশু আদিবা জাহান মিমকে হত্যার লাশ গুম করে এভাবেই অভিনয় করে যাচ্ছিল তার কলেজ পড়ুয়া ভাতিজা ইয়াসিন। তথ্য প্রযুক্তির সহায়তায় খুনিকে শনাক্তের পর মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বুধবার দুপুরে আসামি আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়। আটক ইয়াসিন সিমানারপাড় গ্রামের হারুন মিয়ার ছেলে এবং আবু হানিফ মিয়ার আপন ভাতিজা।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান জানান, একটি ফোন কলের সুত্রধরে আমরা কাজ শুরু করি। তদন্তে আমরা আদিবার চাচাতো ভাই ইয়াসিনকে শনাক্ত করে তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করি। এক পর্যায়ে সে আদিবাকে হত্যার কথা স্বীকার করে। কিভাবে হত্যা করেছে এবং সাথে আর কেউ জড়িত আছে কি না এটা জানার জন্য আমরা আদালতে আসামি ১০দিনের রিমান্ড আবেদন করেছি। রিমান্ড আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখঃ মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানারপাড় গ্রামের আবু হানিফের ৬বছরের শিশু কন্যা গত ২৪শে অক্টোবর শুক্রবার নিখোঁজ হয়। নিখোঁজের ৭দিন পর ৩০শে অক্টোবর পাশের বাড়ির একটি পুকুর থেকে গলায় ও হাতে রশি বাধা অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনায় আদিবার বাবা আবু হানিফ বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Leave a Reply