শিরোনাম
মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ রাণীশংকৈলে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ের ঢোলারহাটে পারিবারিক দ্বন্দ্বে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের আত্মহত্যা – ঘটনার নেপথ্যে বাইক খুনীকে গ্রেফতারের দাবীতে হত্যাকারীও করে মানববন্ধন, অংশ নেয় দাফন ও জানাযায় রংপুরে রিতি আক্তার লাবণ্য প্রতাক সিন্ডিকেটের ফাঁদে মাসুদসহ অসংখ্য যুবক, কোন ভূমিকা নেই পুলিশের! রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন ১১ ডক্টরস পঞ্চগড় জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হলেন কৃষিবিদ ড: আব্দুর রহমান ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইনস্ট্রাক্টর দূর্ণীতির মহারাজা প্রকৌশলী অজয়

রাণীশংকৈলে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ বিতরণ

Juyel Khandokar

অভিষেক চন্দ্র রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির নেতা আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী এবং ছাত্র অধিকার কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন।

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি, সাংবাদিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, “সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।”

তিনি জানান, এ কর্মসূচির মাধ্যমে চলতি মৌসুমে রাণীশংকৈল উপজেলায় মোট ১১,১৫০ জন কৃষক উপকৃত হবেন। এর মধ্যে গমের বীজ পাবেন ৫,২০০ জন, সরিষার বীজ ৫,৯০০ জন, পেঁয়াজের বীজ ৩০ জন এবং চিনাবাদামের বীজ ২০ জন কৃষক।

কৃষি কর্মকর্তা আরও বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের উৎপাদন বাড়াতে ও কৃষিতে আত্মনির্ভরতা গড়তে নানা উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে বীজ বিতরণ অন্যতম।”

বীজ গ্রহণকারী একাধিক কৃষক জানান, “এই সহায়তা আমাদের অনেক কাজে আসবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং খরচও কিছুটা কমবে।” অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

Leave a Reply