শিরোনাম
মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ রাণীশংকৈলে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ের ঢোলারহাটে পারিবারিক দ্বন্দ্বে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের আত্মহত্যা – ঘটনার নেপথ্যে বাইক খুনীকে গ্রেফতারের দাবীতে হত্যাকারীও করে মানববন্ধন, অংশ নেয় দাফন ও জানাযায় রংপুরে রিতি আক্তার লাবণ্য প্রতাক সিন্ডিকেটের ফাঁদে মাসুদসহ অসংখ্য যুবক, কোন ভূমিকা নেই পুলিশের! রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন ১১ ডক্টরস পঞ্চগড় জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হলেন কৃষিবিদ ড: আব্দুর রহমান ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইনস্ট্রাক্টর দূর্ণীতির মহারাজা প্রকৌশলী অজয়

কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ

Juyel Khandokar

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সার সংকটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত কৃষক মিছিল নিয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সমবেত হয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কৃষকদের অভিযোগ,চলতি রবি মৌসুমে ডিএপি, ইউরিয়া ও টিএসপি সারের তীব্র সংকট দেখা দিয়েছে।স্থানীয় ডিলাররা পর্যাপ্ত সার সরবরাহ করতে পারছেন না, ফলে জমিতে রোপণকাজ ব্যাহত হচ্ছে। অনেকে বাধ্য হয়ে বেশি দামে খোলা বাজার থেকে সার কিনছেন, এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া কৃষক আব্দুল মান্নান বলেন, ‘আমরা সার না পেলে জমিতে বীজ ফেলব কীভাবে? সরকারের নির্ধারিত দামে সার পাচ্ছি না। ডিলাররা বলছেন, গুদামে সরবরাহ কম।’

আরেক কৃষক পলান মোল্লা অভিযোগ করেন, ‘ডিলাররা রাতের আঁধারে ১৫৫০;১৬৫০ টাকা বেশি দামে বাইরে সার বিক্রি করছে। এ কারণেই সারের সংকট তৈরি হয়েছে। মৌসুমের শুরুতেই আমরা সার না পেলে ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে।তখন ধান কম হবে।

মাগুড়া গ্রামের মৃত নরুল হকের ছেলে মোঃ কামরুল ইসলাম বলেন যে আমার কৃষি জমি সবই চাষের জন্য প্রস্তুত, কিন্তু আমি এখন পর্যন্ত এক বস্তাও সার পাইনি।আমি আজ দিয়ে তিন লাইনে দাঁড়িয়ে কোন সার এখন পর্যন্ত পাইনি,আমি কি করবো বলেন আপনারা।

বক্তারা বলেন, স্থানীয় প্রশাসন ও কৃষি অফিসের পর্যাপ্ত নজরদারি না থাকায় ডিলাররা সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। তারা অবিলম্বে সার সরবরাহ স্বাভাবিক করা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম বলেন, ‘কৃষি কর্মকর্তাদের উদাসীনতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ডিলাররা সার মজুত ও অবৈধভাবে সার বিক্রির সুযোগ পাচ্ছে। এতে প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন জাহান বলেন, সার সরবরাহে সাময়িক কিছু সমস্যা হয়েছে, তবে খুব শিগগিরই তা সমাধান করা হবে। কৃষকদের আতঙ্কিত হওয়ার তোমন কিছু নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সঠিক তদন্তের মাধ্যমে কৃষকের সব সারের ব্যবস্থা গ্রহণ করা হব।

Leave a Reply