শিরোনাম
বরিশাল-২ এ আগুন ঝরালেন নিক্সন! গণতন্ত্রের মঞ্চে জনতার ঢেউ, ফ্যাসিস্টদের টান টান টেনশন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী রংগ – ঢাকার মাস্তান দাবী করা প্রার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে : এম আব্দুল্লাহ যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু – শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী সিরাজদিখানে পরকীয়ার জেরে কি আত্মহত্যা করলো শিউলি রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইজে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আজ  কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী ড. ওসমান ফারুকের সাথে করিমগঞ্জ থানা কৃষকদল নেতা জিয়ার সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ের স্বপ্ন জগত পার্ক নিয়ে সাংবাদিকের পেজে অপপ্রচারের প্রতিবাদ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত রংপুর কমিউনিটি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা

বরিশাল-২ এ আগুন ঝরালেন নিক্সন! গণতন্ত্রের মঞ্চে জনতার ঢেউ, ফ্যাসিস্টদের টান টান টেনশন

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল-২ আসনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের একমাত্র সত্যিকারের জোট,গণতন্ত্র মঞ্চের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম শামসুল আলম নিক্সন আজ বিকেলে বানারীপাড়া জুড়ে গণসংযোগে আগুন ধরিয়ে দেন।রাস্তা-ঘাটে মানুষের ঢল, চায়ের দোকানে তর্কের ঝড়,সবখানেই একটাই আলোচনায় নিক্সন আসছে!এবার খেলা উল্টা হবে!

জনতার ভিড় দেখে যারা এতদিন লুটের মাল গায়েব করেছে, তাদের মুখের রং নাকি আগেই নীল-হলুদ!

এ সময় নিক্সনের সাথে মাঠে উপস্থিত ছিলেন,জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক রোমান চৌধুরী,হৃদয় পতাকা ২ মার্চ এর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,জাতীয় যুব পরিষদ বরিশাল জেলা সভাপতি বিপুল পারভেজ মিরাজ ও সাধারণ সম্পাদক মনির হোসেন,কেন্দ্রীয় নেতা খন্দকার রায়হান,জাতীয় সমাজতান্ত্রিক নারী জোট বানারীপাড়া উপজেলা সভাপতি মিসেস আনমুন নাহার সুমি এবং সাধারণ সম্পাদক রুকসানা পারভিন,সিনিয়র সহ-সভাপতি হাদিয়া আক্তার,এবং সিনিয়র সাংবাদিক মেহরাজ রাব্বি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনতার স্লোগান ছিল কানে কাঁটা..

গণতন্ত্র চাই!
ফ্যাসিস্ট হটাও!
নিক্সন এগিয়ে যাও!”

মাঠে নেমে বোঝা গেল,এই লড়াই আর শুধু নির্বাচনের লড়াই নয়, এটা বাঁচা-মরার লড়াই!গণতন্ত্র অথবা দমবন্ধ রাতের শাসন,দুইয়ের মধ্যে একটিই টিকে থাকবে।

Leave a Reply