মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, নিজস্ব প্রতিবেদক :-কুমিল্লা শহরের অশোকতলার এসএ পরিবহনের অফিসের গোপন সংবাদের ভিত্তিতে সেনা বাহওনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পন্য উদ্ধার করা হয়েছে। অভিযানে সেনা বাহিনী এস এ পরিবহনের অফিসে কার্গোতে লোডিং অবস্থায় এই অবৈধ ভারতীয় পণ্য জব্দ করে।
বুধবার (১২ নভেম্বর) ভোররাত ৩ টায় সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে বলে জানায়।
উক্ত অভিযানে ৭ হাজার ৮৪৮ পিস মোবাইল ডিসপ্লে, ৩৩১ পিস বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি , ৩৩৭ কেজি বিভিন্ন ব্র্যান্ডের চকলেট , ৬৯০ পিস ফেসওয়াশ, ১১৮০ পিস জনসন তেল, ৬০০ পিস নিভিয়া ক্রিম (ছোট), ৩৮০ পিস নিভিয়া ক্রিম (বড়), ২৫৫০ পিস জনসন বেবি লোশন, ৩০০ পিস অলিভ অয়েল (ছোট ), ১০৮ পিস অলিভ অয়েল (বড় ), ৫৬৫ পিস শাইন ক্রিম, ডাব সাবান ২৬৪ পিস, ঝান্ডু বাম -১০০ পিস, মেহেদী -৩১২০ পিস, জনসন বেবি ক্রিম -৩৮৪ পিস, জনসন বেবি অয়েল -৭২ পিস, নবরত্ন তেল -৩০০ পিস, অমল কুল জুস -৯৬ পিস, হিমালয়া ফেসওয়াশ -৭৬০ পিস, জিলেট রেজার -১৩১ পিস, বারুদ বাজি -১৮৪৬ কেজি, মারবো সাবান -৮৭৫ পিস, ক্লপ জি ক্রিম -২১৮৪ পিস, বিস্কুট – ১৩ কেজি জব্দ করা হয়। উল্লেখিত জব্দকৃত সামগ্রী কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


