নিজস্ব প্রতিনিধি :- ময়মনসিংহ নগরীর কালীবাড়ি গণবসতি বেড়িবাঁধ এলাকায় কতিথ যাত্রা নৃত্যশিল্পী রুপার রঙ্গলীলা আর হয়রানিতে অতিষ্ঠ অন্তত অর্ধশত পরিবারের নিরীহ মানুষ। তার অসামাজিক কার্যকলাপ ও বেপরোয়া চলাফেরায় এলাকাবাসীর প্রতিবাদে ভয়ংকর চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে।
হানিট্র্যাপ সহ তার মঞ্চায়িত নাটকীয় অভিযোগে একের পর এক মিথ্যা মামলায় জেলে যেতে হচ্ছে সামাজিক প্রতিবাদকারীদের। তার মুখে অশালীন, মিথ্যা বানোয়াট, মনগড়া বক্তব্যে প্রশাসনকেও বিতর্কিত করা হচ্ছে।
সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে নিজের মুখে নিজেই চুনকালি মেখে ও মাথার চুল কেটে একটি মামলা ঠুকে দিয়েছে ভূক্তভূগী শাহ আলম সহ তার পরিবারের উপর। ঘটনার প্রেক্ষিতে শাহ আলম ১৪ নভেম্বর শনিবার সন্ধ্যার পর লিখিত অভিযোগ এনে
সংবাদ সম্মেলন করায় গাড়ী চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে রুপা ও তার স্বামীর বিরুদ্ধে। শাহ আলম বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রুপার অসামাজিক কার্যকলাপকে আড়াল করতে তার মঞ্চায়িত সংবাদ সম্মেলনে একটি কুচক্রী মহলের ইঙ্গিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করেছে। ওসিকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও নিজ হাতে মুখে চুনকালি মাখানোর ঘটনাটি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে এক নারী সাংবাদিক নিশ্চিত করেছে।
যাত্রা পালায় নৃত্যশিল্পী দাবিদার রুপার অসংখ্য অশালীন, অসামাজিক ও অশ্লীল নাচের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় রুপার নাচের ধরণ কোন নৃত্যের শৈল্পিক সঠিক মুদ্রার মধ্যে পরে না। নাচের ভিডিওতে যা প্রকাশ পেয়েছে তাতে দেখা যায় রুপা নৌবিহার বা মঞ্চে অশ্লীলতাকে হার মানিয়ে বাজে ভাবে নিজেকে উপস্থাপন করছে। অথচ রুপা নিজেকে নৃত্যশিল্পী পরিচয় দিয়ে এসব করছে যা সমাজে প্রকৃত নৃত্যশিল্পীদের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন করছে বলে একাধিক একাডেমিক নৃত্যশিল্পী ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
এ ধরনের কর্মকাণ্ড সংস্কৃতির মনন মেধাকে প্রশ্নবিদ্ধ করে যুব সমাজকে উৎশৃংখল করতে উৎসাহিত করবে ফলে সঠিক নৃত্যশিল্পীদের পরিচয় হুমকির মুখে ফেলবে বলে সাংস্কৃতিক বিশেষজ্ঞগণ মনে করেন।
যাত্রা নৃত্যশিল্পী পরিচয়ে এহেন কর্মকাণ্ডের আড়ালে পতিতাবৃত্তির অভিযোগ করেছেন শাহ আলম যার সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার আড়ালে প্রকৃত রহস্য উদঘাটন করে রুপা গংদের হানিট্র্যাপ মিথ্যা সাজানো হয়রানি মূলক মামলার ন্যায় বিচার দাবি করে ময়মনসিংহ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী পরিবারসহ সমাজের সুশীল সমাজ।


