শিরোনাম
শেখ হাসিনার আত্মঘাতী সিদ্ধান্তই তাকে দেশছাড়া করেছে-রাকেশ রহমান রংপুরের উন্নয়ন ও ভাবনা শীর্ষক আলোচনা “তারুণ্যের চোখে রংপুর” রংপুরে বিএনপি প্রার্থী সামুর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ময়মনসিংহে যাত্রা নৃত্যশিল্পী পরিচয়ে রুপার রঙ্গলীলা হয়রানিতে অতিষ্ঠ অর্ধশত পরিবার মালদ্বীপে ১ কোটি ৩০ লক্ষ সিগারেট চুরি : বাংলাদেশি মো. আল আমিন গ্রেপ্তার কুমিল্লায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার রাণীশংকৈলে এমকেপির আয়োজনে উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত  গাজীপুর-৬ আসন-একাধিক মামলার আসামি ও ওয়ারেন্ট ভুক্ত আসামির ছেলে এমপি পদপ্রার্থী! পঞ্চগড়ে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ কুমিল্লায় এমপি বাহার ও মেয়র সূচির ২৯ কর্মী সহ ৪৪ জন গ্রেফতার 

শেখ হাসিনার আত্মঘাতী সিদ্ধান্তই তাকে দেশছাড়া করেছে-রাকেশ রহমান

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ সত্যের শক্তির সভাপতি রাকেশ রহমান বলেছেন, “আজ ট্রাইব্যুনালের যে রায় হবে, সেটি ফ্যাসিবাদী শেখ হাসিনার জন্য খুবই নগণ্য শাস্তি। যে নারী গুম-খুন, দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে দেশকে রক্তাক্ত করেছে, তাকে ক্ষমা করার কোনো নৈতিক ভিত্তিই নেই।”

মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীর দিনে আওয়ামী লীগের ঘোষিত শাটডাউনকে তিনি “জাতির সঙ্গে প্রকাশ্য প্রতারণা” বলে আখ্যা দেন। রাকেশ রহমানের অভিযোগ,ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একসময় কাঁধে কাঁধ মিলিয়েছিল, আজ তাদের অনৈক্যের সুযোগ নিয়ে আওয়ামী লীগ ও তাদের দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

তিনি আরও বলেন, “জনগণের ভোটে যে বিজয়ী হবে সে-ই ক্ষমতায় যাবে,এটাই গণতন্ত্র। কিন্তু ফ্যাসিবাদকে ঠেকাতে আমাদের সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।”

১৭ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে “রুখে দাও ফ্যাসিবাদ” শীর্ষক নাগরিক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে”,ফয়সাল আহমেদ চৌধুরী

মানববন্ধনে সংহতি জানিয়ে কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, জাতি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের আর কোনো ছাড় দেওয়া যাবে না। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে,এবার নির্বাচনে সামনের সারিতে এসে লড়াই করুন।”

 

যারা আগুন সন্ত্রাসের কথা বলতো,আজ তারাই আগুন লাগাচ্ছে”-মঞ্জুর হোসেন ঈসা

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন,
২০১২-১৩ সালে যারা আগুন সন্ত্রাস বলে চিৎকার করতো, আজ তারাই সারা দেশে বাসে আগুন দিচ্ছে। আওয়ামী লীগ এখন ককটেল লীগে পরিণত হয়েছে।”

 

তিনি আরও তীব্র ভাষায় বলেন,“ফ্যাসিবাদী হাসিনার ছেলে জয় বিদেশে বসে নির্বাচন বানচাল করতে চায়। সাহস থাকলে দেশে আসুক,তখন জাতি দেখবে তার পরিণতি কী হয়!

তিনি জাতিকে ভাসানীর আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ভাসানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি করেন।

 

অন্যান্য বক্তাদের উপস্থিতিমানববন্ধনে সংহতি প্রকাশ করেন,বাংলাদেশ প্রেসক্লাব লন্ডনের সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ,
ইউকে মানবাধিকার সংগঠনের ব্যারিস্টার মুফতি নাফিজ,আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সভাপতি অলিদ তালুকদার,জুলাই যোদ্ধা হাওলাদার আবুল কাশেম বিপু, মো. শাহাজুল ইসলাম স্বপন,পীযুষ কান্তি হালদারসহ আরও অনেকে।

পরে নেতৃবৃন্দ মওলানা ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply