শিরোনাম
রেজুলেশন দেখিয়ে ১ লক্ষ টাকার মাদ্রাসার গাছ কর্তন-ইউএনওর বরাবরে অভিযোগ সাবেক সভাপতির ১২০ শিক্ষার্থীদের পথচলা, পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দাপটের রাজত্ব: বদলি-বাণিজ্য, ঘুষ ও সিন্ডিকেটের ভয়াবহ চিত্র হারাগাছ মেট্রো পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্ৰেফতার ৫ টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ প্রকৌশলী শাহজাহান আলীর বিরুদ্ধে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায়ে আবু সাঈদের পরিবার সন্তুষ্ট শেখ হাসিনার আত্মঘাতী সিদ্ধান্তই তাকে দেশছাড়া করেছে-রাকেশ রহমান রংপুরের উন্নয়ন ও ভাবনা শীর্ষক আলোচনা “তারুণ্যের চোখে রংপুর” রংপুরে বিএনপি প্রার্থী সামুর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ময়মনসিংহে যাত্রা নৃত্যশিল্পী পরিচয়ে রুপার রঙ্গলীলা হয়রানিতে অতিষ্ঠ অর্ধশত পরিবার

রেজুলেশন দেখিয়ে ১ লক্ষ টাকার মাদ্রাসার গাছ কর্তন-ইউএনওর বরাবরে অভিযোগ সাবেক সভাপতির

Juyel Khandokar

অভিষেক চন্দ্র রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়র রাণীশংকৈল দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বে- আইনীভাবে মাদ্রাসার গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে স্থানীয়রা কাছকাটার দৃশ্য দেখতে পেলে গাছকাটা শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়।
অভিযোগ সূত্রে জানাযায়, গভীর রাতে মাদ্রাসার সুপার আজিম উদ্দিন ১টি আম ও ১ টি কাঁঠাল কর্তন করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। আম গাছটি কেটে মাদ্রাসা থেকে সড়িয়ে ফেললেও কাঁঠাল গাছটি স্থানীয় লোকজন এবং সাবেক সভাপতি আইয়ুব আলী আটক করে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এবিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা এবং সহকারি কমিশনার(ভূমি) বরাবরের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে মাদ্রাসা সাবেক সভাপতি আইয়ুব আলী জানান, এই সুপার বরাবরই এরকম অনিয়ম করে থাকে, এর আগেও তিনি রাতের আঁধারে গাছ কর্তন করে বিক্রি করেছেন। আজকেও এর ব্যত্যয় তিনি করেনি। আমি ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুপারের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়।
এ প্রসঙ্গে মাদ্রাসা সুপার আজিম উদ্দিন বলেন, আমরা মাদ্রাসার কমিটি একটি রেজুলেশন করেছি, এরপ্রেক্ষিতে গাছ কাটা হয়েছে । কমিটি রেজুলেশন করে গাছ কাটতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন সূউত্তর না দিয়ে বরং বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,আমাদের প্রতিষ্ঠানে একটি একাডেমি ভবন হবে এজন্য জায়গার দরকার, এবং প্রতিষ্ঠানের কিছু আসবাবপত্রের জন্য গাছ ২টি কাটা হয়েছে ।
এবিষয়ে মাদ্রাসা সভাপতি উপজেলা জামায়াতের সেকেটারী রজব আলী বলেন, আমি বিষয়টি শুনার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানে গিয়েছিলাম। ওখানে কিছু পারিবারিক কোন্দল রয়েছে আগামী বৃহস্পতিবার বসে বিষয়টি মিমাংসা করা হবে।
সহকারি কমিশনার(ভূমি) মজিবুর রহমান মুঠোফোনে বলেন, অভিযোগটি আমি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply