কুমিল্লা সদর উপজেলায় চেকপোস্ট বসিয়ে আসামি ধরার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। এ সময় পুলিশের হাতে কামড় দিয়ে পরোয়ানাভুক্ত এক আসামি পালিয়ে গেছেন।
শনিবার দুপুরে উপজেলার ধর্মপুর রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। আহত পুলিশ সদস্যরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চেক পোস্টে ওয়ারেন্টভুক্ত আসামি মো. রবিনকে (৩০) গ্রেপ্তার করলে সেখানে স্থানীয়দের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। এ সময় একদল লোক পুলিশ ও তাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় রবিন পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ইট-পাটেল নিক্ষেপের কারণে পুলিশের একটি গাড়ির ক্ষতি হয়েছে। আর আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।
ঘটনার পরপর ওই এলাকায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী ১১ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক দেশপত্র”কে বলেন, “চেকপোস্টে তল্লাশি সময় রবিনকে একটি ছুরিসহ আটক করে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যান রবিন। হামলাকারীরা মাদক ব্যবসায়ী।”
কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এজাহার নামীয় ১১ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করছেন বলে জানান।


