নিজস্ব প্রতিবেদক :- মুন্সিগঞ্জের সাংবাদিক হুজাইফার উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সাংবাদিক ইউনিটের সভাপতি ফয়েজুল হক গোলাপ, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, শুরুক সম্পাদক হাকিম ফজলুর রহমান,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি আজিজুল হক ফাহিম, কিশোরগঞ্জ মডেল প্রেস সহ-সভাপতি আল আযহার, কোষাধক্ষ মোঃ ফাইজুল ইসলাম, দিন প্রতিদিন জেলা প্রতিনিধি সুজন চন্দ্র দাস, নওরোজ হোসেনপুর প্রতিনিধি এস কে শাহীন নবাব, দেশের খবর জেলা প্রতিনিধি আজিজুল হক রাসেল, নাগরিক ভাবনা জেলা প্রতিনিধি মো: মাহফুজুল হক খান জিকু, নববাণী জেলা প্রতিনিধি সোহেল মিয়া, এস কে বাংলা টিভি প্রতিনিধি মোঃ সিদ্দিকুর রহমান, কালের নতুন সংবাদ স্টাফ রিপোর্টার রিতু আক্তার, দৈনিক সংবাদপত্র স্টাফ রিপোর্টার খায়ের আহমেদ খন্দকার লিমন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অবস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২০ নভেম্বর বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জ সদর থেকে দিঘীরপাড় যাওয়ার পথে নুর পুকুর পার ব্রীজ এলাকায় জাতীয় দৈনিক সরেজমিন বার্তা’র মুন্সিগঞ্জ জেলা ব্যুরো চীফ মোঃ হোজাইফা সন্ত্রাসীদের বর্বর হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিককে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
দুঃখজনক হলেও সত্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সংবাদমাধ্যম কর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটলেও অধিকাংশ মামলার সুরাহা হচ্ছে না। দোষীদের আইনের আওতায় না আনা এবং দ্রুত বিচার না হওয়ার কারণেই অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আজ যার জীবন রক্ষা পেলো, কাল হয়তো আরেকজনের ভাগ্যে মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্ব অপেক্ষা করছে—এ আশঙ্কা অমূলক নয়।
সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে মানুষের কথা তুলে ধরেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন, দুর্নীতি ও অনিয়ম প্রকাশ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে, যারা সত্য প্রকাশের দায়িত্ব পালন করছেন, তারাই বারবার হামলার শিকার হচ্ছেন।
কিশোরগঞ্জ জেলার সাংবাদিক ইউনিট, বাংলাদেশ মগর সহ সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব পক্ষ থেকে এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাই। আমরা দাবি জানাই— হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি, সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন, মাঠপর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
সচেতন সমাজ, প্রশাসন ও সাংবাদিক সংগঠনগুলোর এখনই এক হয়ে দাঁড়ানো প্রয়োজন। নইলে এই সন্ত্রাসী প্রবণতা আরও ছড়িয়ে পড়বে, এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়বে। অপরাধীদের ২৪ ঘন্টার ভিতরে আইনের আওতায় এনে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।
আজকের এই ঘটনা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়—এটি সত্য প্রকাশের ওপর আক্রমণ, জনগণের জানার অধিকারকে রুদ্ধ করার প্রচেষ্টা। আমরা এমন বর্বরতার দৃঢ় প্রতিবাদ জানাই এবং দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।


