সিনিয়র রিপোর্টার বিশাল রহমান :- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ঠাকুরগাঁওয়ের উদ্যোগে আজ এলজিইডির হলরুমে পিপিআর ২০২৫ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ শফিউল আলম,সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন সৌরভ,সদর উপজেলা প্রকৌশলী মাবুদ হোসেন, ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ঠিকাদার শওকত আলী সোহেল, মিরোজ হোসেন, আব্দুল আউয়াল প্রমুখ।
২০২৫ এর পিপিআর এর বিষয়ে স্থানীয় ঠিকাদারদের অবহিত করতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার শতাধিক ঠিকাদারসহ উপজেলা প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে এলজিইডি ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাসের দক্ষ নেতৃত্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে চলমান উন্নয়ন প্রকল্পসমুহ সঠিকভাবে সঠিক সময়ে বাস্তবায়িত হচ্ছে।


