শিরোনাম
বিরলে পালিত হলো জাতীয় প্রাণী সম্পদ দিবস নবীনগরের ইব্রাহিমপুরে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযানে ভেঙে দেওয়া হলো অবৈধ ড্রেজার সেফওয়ে ডায়গনষ্টিক কমপ্লেক্সের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে কুমিল্লার বরুড়ায় রাতের আঁধারে ব্রিক ফিল্ডের মাটি লুটের অভিযোগ রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী দেশে একের পর এক ভূমিকম্পের পেছনে কারণ কী? হান্নান মাসউদকে নিয়ে ভিডিও বার্তায় বিস্ফোরক মন্তব্য করলেন নীলা ইসরাফিল আগুনে পুড়ছে কড়াইল বস্তি, পানি সংকটে পেতে হচ্ছে বেগ, ভিড় নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন শাহবাগ রণক্ষেত্র, যান চলাচল বন্ধ

সেফওয়ে ডায়গনষ্টিক কমপ্লেক্সের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে

Juyel Khandokar

নিজস্ব প্রতিনিধি :- ময়মনসিংহ নগরীর চরপাপাড়া এলাকায় সেফওয়ে ডায়গনষ্টিক কমপ্লেক্সের ৩ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

জানা যায় রক্সি, বৃষ্টি দুই নারী কর্মচারী ময়মনসিংহের কোতোয়ালি থানায় অভিযোগে উল্লেখ করেন সেফওয়ে ডায়গনষ্টিক কমপ্লেক্সের কর্মকর্তা আলমগীর, স্মরণ, মানিক তাদের তিন মাসের বেতন আটকিয়ে দেয়। পাওনা বেতনের টাকা চাইতে গেলে নভেম্বর মাসের ৯ এবং ১০ তারিখ ছাড়াও একাধিক সময়ে স্মরণ এর অফিস কক্ষে অশালীন অঙ্গভঙ্গি সহ কুপ্রস্তাব দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে আপত্তিকর ভাবে স্পর্শ করার এমন অভিযোগ আনয়ন করা হয়েছে।

এবিষয়ে আলমগীর, স্মরণ, মানিকদের নিকট পৃথক ভাবে জানতে চাইলে তারা কুপ্রস্তাব আর যৌন হয়রানী করার আনীত অভিযোগ অস্বীকার করে বলেন সেফওয়ে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানে অনেক কর্মচারী রয়েছে এমন ঘটনা মিথ্যা ভীত্তিহীন তবে বেতন একজনের একমাস অপরজনের ১০ দিনের পাওনা রয়েছে। এবিষয়ে পুলিশ ফাড়ীতে আলোচনা হয়েছে।

দুই নারী ভিডিও বার্তায় এসে জানান তারা তিন মাসের বেতন পাচ্ছেন না, তাদের কোন নোটিশ না দিয়েই প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। কুপ্রস্তাব দিয়েছে, যৌন হয়রানি করেছে তাই থানায় পুলিশে অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার বিকালে কোতোয়ালী মডেল থানায় তদন্তকারী কর্মকর্তার মধ্যস্থতায় ঘটনার বিষয়ে আপোষ মিমাংসা হয়েছে বলে দুই নারী নিশ্চিত করেছেন

Leave a Reply