১ হাজার টাকার জন্য প্রাণ গেল শুভর

Juyel Khandokar

মাত্র ১ হাজার পাওনা টাকা পরিশোধ করতে না পারায় এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের বেলকুচিতে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে পাওনা টাকার জন্য তার ওপর হামলার ঘটনা ঘটে ও পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় বলে জানান বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জানান বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

নিহত শুভ (১৮) কোনাবাড়ি গ্রামের সাইফুল মোল্লার ছেলে।

নিহতের পরিবার জানায়, কোনাবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাহীন শুভর কাছে এক হাজার টাকা পেত। সেই টাকা ফেরত দিতে না পারায় মঙ্গলবার সকালে তামাই গ্রামে একটি তাঁত ফ্যাক্টরিতে কাজ করা অবস্থায় তাকে ডেকে নিয়ে যায় শাহীন ও তার বন্ধু। এরপর তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাকে এলোপাথাড়ি বাঁশ দিয়ে মাথায় আঘাত করতে থাকে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে শাহীন ও হাসান পালিয়ে যায়।

আহত শুভকে এলাকাবাসী উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে বাড়িতে অবস্থার অবনতি হলে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল ভর্তি করে। সেখানে তার অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শুভ মারা যায়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, নিহতের মরদেহ ঢাকায় মেডিকেলে ময়নাতদন্ত শেষে বাড়ির পথে আনা হচ্ছে। এখন পর্যন্ত পরিবারের কেউ থানায় আসেনি।

সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply