জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মাজেদুর রহমান লিটন। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লিলারমেলা বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
পেশায় একজন বেসরকারি চাকুরিজীবী লিটন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রাজনৈতিক পরিবারের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও রাজনৈতিক দলের বাইরে থেকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আমার রয়েছে।” তিনি আরও যোগ করেন, “এলাকার মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার দায়বদ্ধতা থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি সারজিস আলমসহ সকল প্রভাবশালী প্রার্থীর বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।”
লিটন তার নির্বাচনী ইশতেহারে স্থানীয় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “আমি এই তিন উপজেলার মানুষের জন্য রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করব। আমার ভিশন হলো সেবা, উন্নয়ন ও মানবিক রাজনীতি।” নির্বাচনী প্রচারে তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি বলেন, “আমি কাউকে অসম্মান করব না, মিথ্যা প্রতিশ্রুতি দেব না, কিংবা অর্থ-প্রলোভন বা ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করব না। বরং আমি মানুষের দরজায় গিয়ে তাদের কথা শুনব এবং তাদের সমস্যার সমাধানে কাজ করব।” সংবাদ সম্মেলনের পর লিটন তার সমর্থকদের নিয়ে এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় তার শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.