সিনিয়র রিপোর্টার বিশাল রহমান :- ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার আখানগর দলুয়াপাড়া এলাকার দশম শ্রেণির ছাত্রী অনন্যা রানীকে (অন্যান্য রানী) পরীক্ষার পরে বাড়ি ফেরার সময় কালো রঙের একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে আখানগর উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার পর বাড়ি ফেরার পথে এ ঘটনাটি ঘটে বলে পরিবারের সদস্যদের অভিযোগ।
পরিবারের সদস্যরা জানান, সেদিন প্রতিদিনের মতো পরীক্ষা শেষে অনন্যা একাই বাড়ির উদ্দেশে রওনা হয়। বিদ্যালয় থেকে একটু দূরে পৌঁছানোর পর একটি কালো মাইক্রোবাস এসে তার পথরোধ করে দাঁড়ায়। বাসটি থেকে নামা দুই-তিনজন ব্যক্তি জোর করে তাকে গাড়িতে তুলে দ্রুত পালিয়ে যায়।
ঘটনাটি প্রত্যক্ষ করলেও ভয়ে সরাসরি বাধা দিতে পারেননি আশপাশের লোকজন। এ ঘটনায় অনন্যার পরিবার বৃহস্পতিবার সন্ধ্যায় রুহিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি বলেন, “আমার মেয়ের কোনো শত্রু নেই। কারা, কী উদ্দেশ্যে তাকে তুলে নিয়ে গেল, কিছুই বুঝে উঠতে পারছি না। মেয়েকে সুস্থভাবে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাই।”
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জিডি পাওয়ার পরেই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ, রুট ও যানবাহন শনাক্তকরণে কাজ চলছে।
তিনি বলেন, “আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। মেয়েটিকে উদ্ধারের জন্য সব ধরনের চেষ্টা চলছে।” এদিকে ঘটনার পর আখানগর দলুয়াপাড়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দুপুরের মতো ব্যস্ত সময়ে এমন ঘটনা ঘটায় তারা আতঙ্কিত। স্কুল কর্তৃপক্ষও দ্রুত তদন্ত ও ছাত্রীর নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেছেন। পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসী দ্রুত অনন্যা রানীকে উদ্ধার এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.