কুমিল্লার (র্যাব)-১১ এর বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছে (র্যাব)-১১ এর উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম। প্রেস রিলিজের মাধ্যমে (র্যাব)-১১ জানান, গত (০৩ ডিসেম্বর) র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী ইউনিয়নের শালধর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে খোকন মিয়া (৪৪) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ সময় আসামীর হেফাজত হতে ৪০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়। (র্যাব)-১১ আরও জানান, গ্রেফতারকৃত আসামী ১। খোকন মিয়া (৪৪) কুমিল্লার কোতয়ালী মডেল থানার শরিফপুর গ্রামের মৃত আশরাফ আলী এর ছেলে।
সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.