প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ১০:২১ অপরাহ্ণ
স্কুলে ভর্তিতে বয়সসীমা নিয়ে নতুন নির্দেশনা
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তিতে বয়সসীমা বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির বয়স সংক্রান্ত বিধিতে সংশোধনী এনে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি।
বুধবার (৩ ডিসেম্বর) মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মাউশির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদন চলমান। শিক্ষা মন্ত্রণালয় গত ১৩ নভেম্বর শিক্ষার্থী ভর্তির যে নীতিমালা প্রকাশ করেছিল, তার অনুচ্ছেদ-২ -এ থাকা বয়স নির্ধারণ অংশে পরিবর্তন আনা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তিতে বয়সসীমা তুলে দেয়া হয়েছে। এতে যারা বয়সসীমার কারণে আবেদন করতে পারছিল না, তারা এখন আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত বয়সের দিকে অভিভাবকদের নজর রাখার কথা বলেছে মাউশি।
জাতীয় শিক্ষানীতি–২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬+ নিশ্চিত করতে হবে। তবে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে—
সর্বনিম্ন বয়স: ৫ বছর অর্থাৎ জন্মতারিখ ১ জানুয়ারি ২০২১ বা এর আগে
সর্বোচ্চ বয়স: ৭ বছর অর্থাৎ জন্মতারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ বা এর পরে
শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সাথে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।’
অনলাইনে আবেদন
২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। দেশের মহানগর, জেলা সদর ও উপজেলা সদরে অবস্থিত সব মাধ্যমিক বিদ্যালয়ে এ নীতিমালা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
জানতে চাইলে মাউশির মাধ্যমিক শাখার সহকারী পরিচারক (মাধ্যমিক-১) এস এম জিয়াউল হায়দার হেনরী বলেন, বয়সসীমা নিয়ে জটিলতা ছিল। এ নিয়ে অনেক অভিযোগ আসছিল। অনেক অভিভাবক জানাচ্ছিলেন, তাদের সন্তানের ভর্তির আবেদন করতে পারছেন না। এজন্য দ্বিতীয় থেকে নবম শ্রেণির বয়সসীমাটা এক রকম তুলে দেয়া হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.