শিরোনাম
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুমিল্লায় কৃষিবিদের দোয়ার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে সরকারি প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু জাতীয় গ্রিডে যুক্ত হলো নতুন ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস ক্ষমতা প্রেমিকরা বারবার ক্ষমতায় গেছে, জাতিকে কী দিয়েছে : চরমোনাই পীর বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ড: স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরও ৭ দিন বৃদ্ধি নবদ্বীপে নবজাতককে সারারাত আগলে রাখল রাস্তার একদল কুকুর স্কুলে ভর্তিতে বয়সসীমা নিয়ে নতুন নির্দেশনা পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা, এএসআইসহ নিহত ৩ ট্রাম্পের ক্ষমায় যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

জাতীয় গ্রিডে যুক্ত হলো নতুন ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস

Chif Editor

বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার’ প্রকল্পের অংশ হিসেবে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) কূপটি থেকে দৈনিক ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা।

উৎপাদন প্রায় দ্বিগুণ

বাপেক্সের ‘বিজয়-১১’ রিগ ব্যবহার করে ওয়ার্কওভার কাজটি সম্পন্ন হয়। আগে কূপটি থেকে দৈনিক প্রায় ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেলেও অতিরিক্ত পানি ও বালু ওঠায় উৎপাদন ব্যাহত হতো। ওয়ার্কওভারের পর কূপটি এখন ড্রাই গ্যাস সরবরাহে সক্ষম হওয়ায় উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে।

আরও কূপ যুক্ত হচ্ছে গ্রিডে

বিজিএফসিএল জানায়, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সিলেট গ্যাস ফিল্ডের কৈলাসটিলা-১ কূপের ওয়ার্কওভার কাজ শেষ হবে। এ কূপ থেকে জাতীয় গ্রিডে আরও ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।

এ ছাড়া চলতি ডিসেম্বরেই তিনটি কূপ—সিলেট-১০ এক্স, সিলেট-১১ এবং শ্রীকাইল-৫—এর খনন কাজ শেষ হবে। আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বাপেক্স আরও দুটি কূপ—বিয়ানীবাজার-২ ও সেমুতাং-৬—এর ওয়ার্কওভার সম্পন্ন করবে।

সংশ্লিষ্টদের আশা, এসব কাজ শেষ হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

Leave a Reply