শিরোনাম
চট্রগ্রাম ফটিকছড়িতে ৮ ইটভাটায় ২২ লাখ টাকা জরিমানা টেকাপাড়ায় অবৈধ নির্মাণে “অদৃশ্য শক্তির প্রভাব” রাজউকের চিঠিতে বিদ্যুৎ বিচ্ছিন্নের কথা থাকলেও কার্যকর হয়নি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুমিল্লায় কৃষিবিদের দোয়ার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে সরকারি প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু জাতীয় গ্রিডে যুক্ত হলো নতুন ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস ক্ষমতা প্রেমিকরা বারবার ক্ষমতায় গেছে, জাতিকে কী দিয়েছে : চরমোনাই পীর বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ড: স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরও ৭ দিন বৃদ্ধি নবদ্বীপে নবজাতককে সারারাত আগলে রাখল রাস্তার একদল কুকুর স্কুলে ভর্তিতে বয়সসীমা নিয়ে নতুন নির্দেশনা

চট্রগ্রাম ফটিকছড়িতে ৮ ইটভাটায় ২২ লাখ টাকা জরিমানা

Chif Editor

সাজ্জাদুল হাসনাত ইমন, ফটিকছড়ি প্রতিনিধি :- চট্টগ্রামের ফটিকছড়িতে আটটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোট ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

৩ ডিসেম্বর বুধবার পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম ।

উক্ত অভিযানে নিম্মবর্ণিত ইটভাটা সমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে সবগুলো ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয় এবং কাঁচা ইট ভেঙ্গে দেয়া হয়। এছাড়াও পৌরসভা এলাকায় ইটভাটা স্থাপন করে, জ্বালানি কাঠ পুড়িয়ে ইট পোড়ানোয় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক নিম্নোক্ত দন্ড প্রদান করা হয়।

১. মেসার্স এনএস ব্রিকস (এনএস), হারুয়ালছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম।
দণ্ড: বেলার রিট মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।
২. মেসার্স হালদা ব্রিকস (HBI),
সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম।
মালিক- মো: সাইফুদ্দীন
দণ্ড: ৪,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।

৩. মেসার্স সিরাজ ব্রিকস (SBM, সাং- সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম।
মালিক- সিরাজুল ইসলাম
দণ্ড: ৪,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।
৪. মেসার্স আবুল কালাম ব্রিকস (KBM), সাং- সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম।
মালিক- মোঃ আইয়ুব
দণ্ড: ৪,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।
৫. মেসার্স এবিসি-১ ব্রিকস, সাং- সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম।
মালিক- মোঃ মহিউদ্দিন
দণ্ড: ৪,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।
৬. মেসার্স এবিসি-২ ব্রিকস, সাং- সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম।
মালিক- মোঃ আমিনুল হক
দণ্ড: ১,৫০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।
৭.মেসার্স একতা ব্রিকস, সাং- সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম।
মালিক- এস.এম মহিউদ্দীন
দণ্ড: ২,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।
৮. শাহজালাল ব্রিকস (SBI), সাং- সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম।
মালিক- মোঃ মহিউদ্দিন
দণ্ড: ১,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।
৯. হাজী ইউনুচ ব্রিকস (YBM), সাং- সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম।
মালিক- মোঃ ইসমাইল হোসেন
দণ্ড: ১,৫০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক জনাব চন্দন বিশ্বাস ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন র‍্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যবৃন্দ, ফটিকছড়ি থানার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম এর ফটিকছড়ি স্টেশনের সদস্যগন।
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।

Leave a Reply