অভিষেক চন্দ্র রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও )প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মজিবুর রহমান, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতে সেক্রেটারী রজব আলী, বিএনপির পৌর সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, শিক্ষিকা মেহবুবা আক্তার মহিলা দলের আহবায়ক মনিরা বিশ্বাস , মহিলা দলের সদস্য সচিব আনার কলিসহ আরো অনেকে।
এ সময় নারীদের বিভিন্ন দিকের সমস্যা কথা তুলে ধরার পাশাপাশি সমাধানের লক্ষে আলোচনা করা হয়। এবং বিশেষ অবদান রাখায় অদম্য ৫ জন নারীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার এবং সমাজে সমতা প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ নতুন প্রজন্মকে সুশিক্ষা, সচেতনতা এবং নারীর অগ্রগতির পথে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, নারী উন্নয়নকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.