
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি :- নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক সচেতনতা কর্মসূচি ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’-এর অংশ হিসেবে ভাঙ্গুড়ায় নানা কর্মসূচি পালন করেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। “নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়।
এ উপলক্ষে আয়োজিত র্যালি, আলোচনা সভা ও সচেতনতা কার্যক্রমে বক্তারা বলেন, প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করলেও ডিজিটালউএইজওজ প্ল্যাটফর্মে নারীরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসন—সব পক্ষের সমন্বিত উদ্যোগ ছাড়া ডিজিটাল সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। তারা আরও বলেন, সহিংসতা প্রতিরোধে শুধু আইন নয়, সামাজিক সচেতনতা ও দায়িত্বশীল আচরণও অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে সরকারি হেল্পলাইন ১০৯ এবং ১০৯৮–এর মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ জানানোর নিয়ম তুলে ধরা হয়। শিক্ষার্থী, কিশোরী, নারী নেত্রী, সাংবাদিক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে বিদ্বেষ–হয়রানি প্রতিরোধে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুছাঃ মাজেদা খাতুন। উপস্থিত ছিলেন শিশু অধিকার কর্মকর্তা (CRO) মো. রফিকুল ইসলাম, পিভিএইচপি প্রকল্প মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনা। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক কমিশনার মোসাম্মদ রেজিয়া খাতুন, কমিউনিটি হাব অর্গানাইজার (CHO) আসমাউল হুসনা, স্থানীয় কমিউনিটি ব্যক্তিবর্গ, সাংবাদিক ও কিশোর–কিশোরীরা।


