শিরোনাম
এলজিডির আওতার ঠাকুরগাঁওয়ে ৫৩০জন মহিলার মানবেতর জীবনযাপন এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি

এলজিডির আওতার ঠাকুরগাঁওয়ে ৫৩০জন মহিলার মানবেতর জীবনযাপন

Chif Editor

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) এর আওতায় “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩(RERMP-3)” নামে প্রকল্পটি ২০২০ সালের জুলাই মাসে শুরু হয়ে এবং ৩০শে জুন২০২৪ সালে সমাপ্ত হয়। উক্ত প্রকল্পে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের গরীব, বিধবা ও স্বামী পরিত্যাক্তা অসহায় মহিলাগন কাজ করে থাকেন। উক্ত প্রকল্পে নিয়োজিত মহিলাগন পাঁকা রাস্তার পাশের ভেঙ্গে যাওয়া সোল্ডার মাটি ভরাটের মাধ্যমে মেরামত করে থাকেন। বর্তমানে সংশ্লিষ্ট মহিলারা কর্মরত না থাকায় রাস্তার পাশের মাটি ভেঙ্গে গিয়ে পাঁকা সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে যা মেরামতে সরকারের খরচ পরিমানে আগের তুলনায় অনেক অংশে বৃদ্ধি পেয়েছে। প্রতি ইউনিয়নে ১০ জন করে মহিলা নিযুক্ত থাকে সে হিসেবে ঠাকুরগাঁও জেলার ৫৩টি ইউনিয়নে ৫৩০জন আর সারাদেশব্যাপী প্রায় ৪৫৭৮০ জন মহিলা কর্মরত ছিল। নিযুক্ত মহিলাগন দৈনিক হাজিরা ভিত্তিতে মজুরী প্রাপ্ত হন। তাঁরা দৈনিক হাজিরা হিসেবে ২৫০/ টাকা যার ১৭০টাকা নগদে ও হারে সঞ্চয় তাঁদের ব্যাংক হিসাবে জমা রাখা হত যা তাঁরা প্রকল্পের শেষে অর্থাৎ ৩০ শে জুন২০২৪ ইং এর পরে প্রাপ্ত হয়েছেন।

প্রকল্পটি ২০২৪ সালের জুন মাসে সমাপ্ত হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীসহ অসহায় মহিলারা তাঁদের চাকুরী হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রকল্পটি বার বার পাশ করার জন্য একনেকে উঠলেও এ বিষয়টি মাননীয় উপদেষ্টাগনের সুদৃষ্টিগোচর হয়নি। ৮ই মার্চ নারী দিবস উপলক্ষ্যে বিভন্ন অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টাগন নারীদের বিষয়ে সম-অধিকার, অংশ গ্রহনের সমতার কথা উল্লেখ করলেও তাঁদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৪(RERMP-4)” নামে প্রকল্পটি একনেকে দ্রুত অনুমোদনের বিষয়ে স্থানীয় সরকারের মাননীয় উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেছেন প্রকল্পের উপকারভোগী ও স্থানীয় নারী নেতৃবৃন্দ।

Leave a Reply