অনলাইন ডেস্ক :- দেশে প্রথমবারের মতো নতুন প্রকারের মাদক এমডিএমবি (MDMB)-এর বিরাট চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্যাপ বা ই-সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবারহ করা হতো। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ এ তথ্য জানান।
তিনি জানান, মালয়েশিয়া থেকে সংগ্রহ করা এই মাদকের মূলহোতাসহ চক্রের চার সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি ফেসবুক ও হোয়াটঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিক্রি করছিল নতুন এই মাদক। এটি ই সিগারেট ও ভ্যাপের সাথে মিশিয়ে বিক্রি করা হতো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, এ মাদকের কয়েক ফোটায় স্নায়ুতন্ত্রে তীব্র প্রতিক্রিয়া হয়। অবশ হয়েও যেতে পারে। শয়তানের নিশ্বাসের চেয়েও ভয়ংকর এই এমডিএমবি মাদক। এটি গ্রহণ করলে হ্যালুসিনেশন হয়। সেবনকারী আক্রমণাত্মক হয়ে যায়, হার্টের সমস্যা হয়। দেখতে পানির মতো, বিভিন্ন গন্ধ রয়েছে। এটি উচ্চ মাত্রার সিনথেটিক মাদক।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.