
অনলাইন ডেস্ক :- ঢাকা – ৮ এর এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলায় সর্বস্তরের জনগণ ও জুলাই ঐক্য ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির বালিয়াডাংগী উপজেলা যুগ্ম সমন্বয়ক আনোয়ার ইসলাম, ফারাহ আক্তার, জুলাই যোদ্ধা আরিফুল ইসলামপ্রমুখ।বক্তারা অবিলম্বে হাদীর উপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য সম্প্রতি ভারতীয় ফোন নাম্বার থেকে বারবার হাদীকে হত্যার হুমকি দিয়ে আসছিল একটি চক্র।


