শিরোনাম
তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় ছাত্রদল নেতা রিফাত গ্রেপ্তার প্রাইম ব্যাংকের টঙ্গী শাখা থেকে গ্রাহকের ৬ লাখ টাকা উধাও! হাদিকে গুলি করা দুজনকে ‘শনাক্তের’ দাবি দ্য ডিসেন্টের শরীফ উসমান হাদীর উপর হামলার প্রতিবাদে বালিয়াডাংগীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গুলিবিদ্ধ হাদি, তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক ঢাবি ছাত্রদলের হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার হাদিকে গুলি— নির্বাচনী পরিবেশ বানচাল করার নীলনকশা: বিএনপি ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন হাদির গুলিবিদ্ধের খবর শুনে হাসপাতালে মির্জা আব্বাস গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই: মির্জা ফখরুল

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় ছাত্রদল নেতা রিফাত গ্রেপ্তার

S M Rashed Hassan

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হত্যাকান্ডের মামলায় তেজগাঁও কলেজের আহ্বায়ক সদস্য শাহরিয়ার সরকার রিফাতকে গ্রেফতার করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বিষয়টি দেশপত্রকে নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা রিফাতকে আটক করা হয়েছে।

তেজগাঁও কলেজের ছাত্রাবাসের সিসিটিভি ফুটেজের মাধ্যমে যেসব আসামীদের শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে একজন এই রিফাত। অন্যান্য আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

আটকের পরে আসামী শাহরিয়ার সরকার রিফাতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আটককৃত ছাত্রদল নেতা শাহরিয়ার সরকার রিফাত তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং রাজশাহী জেলার সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলাদলের শিক্ষা বিষয়ক সম্পাদিকা মোছাঃ রোজিনা বেগমের ছেলে বলে জানা গেছে।

এদিকে মূল আসামীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভে ফুসছে শিক্ষার্থীরা, আগামীকাল রবিবার (১৪ ডিসেম্বর) আবারও ফার্মগেট ব্লকেডের ঘোষণা দিয়েছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।

এর আগে সাকিব হত্যার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কলেজের শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলেছিল এবং দশটি দাবি উত্থাপন করে। পরবর্তীতে কলেজ প্রশাসন ও পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করেছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি পূরণ না হলে আন্দোলন আবারও চলমান থাকবে।

উল্লেখ্য, গতকাল (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকিবুল মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ৬ ডিসেম্বর রাতে মাদক সেবনকে কেন্দ্র করে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হলে তা দ্রুত সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। একই সংঘর্ষে গুরুতর আহত হন সাকিবুল হাসান রানাসহ আরো ২ জন শিক্ষার্থী।

সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে আইসিইউতে ভর্তি করেন। মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা শুরু থেকেই সংকটাপন্ন ছিল।

Leave a Reply