অনলাইন ডেস্ক :- গাজীপুরের শ্রীপুরে মাকে মারধর করার অভিযোগে মাদকাসক্ত এক যুবককে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শাস্তি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক খলিল (৩২) একই গ্রামের নুর উদ্দিনের ছেলে।
অভিযুক্ত যুবকের স্বজন, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, খলিল আগে মুদির ব্যবসা করতেন, যা বন্ধ হয়ে গেলে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। হতাশাগ্রস্ত হয়ে তিনি নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাড়িতে উৎপাত করতেন। শনিবার সকালে খলিল তার মা খোদেজা বেগমের কাছে দুই হাজার টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকার করলে খলিল ক্ষিপ্ত হয়ে মাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন, যাতে মা আহত হন।
এই ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। স্থানীয়রা প্রথমে খলিলকে বাড়ির পাশে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর স্থানীয়রা ছাতিরবাজার-টেপিরবাড়ি সড়কের পাশে মাটি খুঁড়ে খলিলকে কোমর পর্যন্ত পুঁতে রাখেন। শাস্তি দেওয়ার কারণ জানাতে ঘটনাস্থলের পাশে একটি লেখাও রাখা হয়।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার গ্রাম্য সালিশ ও মুচলেকা দেওয়া সত্ত্বেও খলিলের আচরণে কোনো পরিবর্তন আসেনি। এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ক্ষুব্ধ এলাকাবাসী তার বিচার দাবি করেছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ এ বিষয়ে বলেন, “বিষয়টি জেনেছি। কাউকে মাটিতে পুঁতে শাস্তি দেওয়া আইনসম্মত নয়। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.