সিনিয়র রিপোর্বিটার, শাল রহমান :- দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ রাজ্জাক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান বাবলু টি কোম্পানির বিরুদ্ধে গত ১৪ নভেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগীর উপজেলায় একটি সংবাদ সম্মেলনে মিথ্যা বানোয়াট ও অসত্য তথ্য পরিবেশন করায় বাবলু টি কোম্পানি গতকাল ঠাকুরগাঁও শহরের বৈঠক খানা রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কোম্পানির ব্যবস্থাপক হুমায়ুন কবির রেজা।লিখিত বক্তব্য বলা হয় তাজমুল ও বুলবুল বাবলু টি কোম্পানির অস্থায়ী লিজ গ্রহীতা ছিলেন। তারা চুক্তি অনুযায়ী সাত বার পাতা তুলতে পারবেন। তারা ৬ রাউন্ড পাতা তোলার পর সপ্তমবার কোম্পানির প্রতিনিধিকে বাগান বুঝিয়ে দিয়ে পাতা তোলার কথা চুক্তিপত্রে উল্লেখ ছিল। কিন্তু লিজ গ্রহীতাদ্বয় শর্ত ভংগ করায় গত ৭ ডিসেম্বর তাদের চুক্তি বাতিল করা হয়। এরপর লিজগ্রহীতাদের পক্ষে কোম্পানির চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলুকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে লিজ গ্রহীতারা।
এরপর ৭ ডিসেম্বর হাবিবুল ইসলাম বাবলু বালিয়াডাংগী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর গত ১৩ ডিসেম্বর বালিয়াডাংগীতে এক সংবাদ সম্মেলনে অস্থায়ী লিজ গ্রহীতা তাজমুল ও বুলবুল কোম্পানির চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালায়। এ বিষয়ে কোম্পানির চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলুর সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে,তিনি বলেন, অস্থায়ী লিজ গ্রহীতার সাথে কোম্পানির একটি লিখিত চুক্তি রয়েছে।
চুক্তির শর্ত ভংগ করলে চুক্তি আইন অনুযায়ী যে কোন পক্ষ যে কোন সময় চুক্তি বাতিল করতে পারে।অস্থায়ী লিজ গ্রহীতারা চুক্তি ভংগ করে চা-পাতা আরোহনের সময় বাগানের ব্যাপক ক্ষতি করায় এখন উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপকৌশলে লিপ্ত রয়েছে। তিনি ঠাকুরগাঁওয়ের গণমাধ্যমকর্মীদের কোন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সঠিক সংবাদ উপস্থাপনের আহবান জানিয়ে বলেন, রাজ্জাক গ্রুপ দেশের প্রচলিত আইন মেনে সরকারকে রাজস্ব প্রদান করে দেশের জিডিপি ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.