প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি :- পাবনার ভাঙ্গুড়ায় মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ড এডহক কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচি সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে শেষ হয়।
ভাঙ্গুড়া মুক্তিযোদ্ধা কমান্ড এডহক কমিটির আহ্বায়ক গোলাম মোহাম্মদ ও সদস্য সচিব মোঃ আব্দুস সাত্তার খান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়িত হয়।
এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অস্তিত্বের ভিত্তি। বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ, সাহস ও আত্মোৎসর্গের কারণেই বাংলাদেশ আজ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.