
কুমিল্লা প্রতিনিধি :-ম হান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা পেশাজীবি সাংবাদিক সোসাইটি এর পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ) সকাল ৮টায় কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় টাউন হলের কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ বাবর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল আউয়াল সরকার, সহ-সভাপতি মো: নেকবর হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস মাহমুদ মিঠু,প্রচার সম্পাদক জহিরুল ইসলাম মারুফ, সমাজ কল্যাণ সম্পাদক নারায়ণ কুন্ড, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সাফায়ত হোসেন মারুফ, নির্বাহী সদস্য,মোঃ জসিম উদ্দিন,সাধারণ সদস্য মো: মাহবুবুল আলম রুমি,তুহিন। আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা পেশাজীবি সাংবাদিক সোসাইটির উপদেষ্টা ওমর ফারুকী তাপস প্রমুখ।


