শিল্পী আক্তার, রংপুর প্রতিনিধি :- জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার ও এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ নয় দফা দাবিতে সারা দেশের জেলা সমূহে মানববন্ধন করছে কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)। এরই ধারাবাহিকতায় ১৭ই ডিসেম্বর বুধবার বেলা ১২ টায় রংপুর প্রেসক্লাবের সামনে ভোক্তাদের অধিকার সংরক্ষণে ক্যাবের জেলা ও মহানগরের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে ক্যাব-এর মানববন্ধনে ৯ দফা দাবি সমূহ ১. সরকার যৌথ মালিকানায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যাবসা-বাণিজ্যে জড়াবে না এবং সরকারি মালিকানাধীন কোনো কোম্পানি তথা জনগণের সম্পত্তির শেয়ার ব্যক্তি খাতে হস্তান্তর করবে না। ২. কষ্ট প্লাস নয়, সরকার শুধু কষ্ট বেসিসে মুনাফামুক্ত বিদ্যুৎ, ও জ্বালানি সেবা দেবে। ৩. বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি মিশ্রে স্বল্প মেয়াদি পরিকল্পনায় তরল জ্বালানির অনুপাত সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে হবে। ৪. জ্বালানি অপরাধীদের বিচার করতে হবে। ৫. জ্বালানি অপরাধীদের নিকট থেকে আদায়কৃত ক্ষতিপূরণের অর্থে 'Energy Price Stabilized Fund' গঠিত হতে হবে। ৬. বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন আইন ২০০৩-এর মৌলিক সংস্কার হতে হবে। ৭. নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উন্নয়ন নিশ্চিত হতে হবে। ৮. নবায়নযোগ্য বিদ্যুৎ উন্নয়ন বৈষম্যহীন নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎখাজার বিনিয়োগকারীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। ৯. উল্লিখিত প্রক্রিয়ায় বিগত ১৫ বছরে সমগ্র জ্বালানি সরবরাহে যে পরিমাণ অর্থ তসরুপ ও আত্মসাৎ হয়েছে, তা নির্ধারণ করা এবং যাদের কর্তৃত্বে এ-তসরুপ ও আত্মসাৎ ঘটেছে এবং যারা লাভবান হয়েছেন তাদের সকলের নিকট থেকে উক্ত অর্থ ও ক্ষতিপূরণ আদায় করা এবং তাদের জ্বালানি অপরাধী হিসেবে বিচারের আওতায় আনা।
এ বিষয় গুলো সামনে রেখে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন। সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজু ও মহানগর কমিটির, সহ-সভাপতি হাসান ফেরদৌস রাসেল, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মিঠু, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন রুমি সহ ক্যাবের নেতৃবৃন্দ। এসময় তারা দাবি করেন, বিগত সময়ে বিদ্যুৎ ও জ্বালানির নামে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা ও এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। যাতে করে আর কেউ দেশের অর্থ তসরুপ করতে না পারে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.