শিরোনাম
দেশে প্রায় দুই কোটিরও বেশি মানুষ কিডনি রোগে ভুগছেন-চিকিৎসার জন্য চিকিৎসক ও হাসপাতাল খুবই অপ্রতুল ভর্তি চলছে ভর্তি চলছে স্ট্যানফোর্ড স্কুলে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত দেবিদ্বারে নিষিদ্ধ আওয়ামীলীগ দমনে পুলিশের ভূমিকা রহস্য জনক দেবিদ্বারে নিষিদ্ধ আওয়ামীলীগ দমনে পুলিশের ভূমিকা রহস্য জনক ময়মনসিংহে পুলিশের গ্রেপ্তার এড়াতে দোতলা থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু তৃণমূল নেতাকর্মীদের এনসিপির বার্তা রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ ওসমান হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিবির নেতার মৃত্যু ওসমান হাদির মৃত্যুতে যা বললেন দেশবরেণ্য আলেমরা

দেশে প্রায় দুই কোটিরও বেশি মানুষ কিডনি রোগে ভুগছেন-চিকিৎসার জন্য চিকিৎসক ও হাসপাতাল খুবই অপ্রতুল

Chif Editor

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি :- দেশে প্রায় দুই কোটিরও বেশি মানুষ কিডনি রোগে ভুগছেন। তাদের চিকিৎসার জন্য চিকিৎসক ও হাসপাতাল খুবই অপ্রতুল। ফলে অনেকেই যথাযথ চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আবার সার্মথ্য না থাকায় চিকিৎসার অভাবে অনেক রোগী মারা যায়। জন চেতনা বাড়ানো ও সঠিক সময়ে চিকিৎসা করলে কিডনি রোগ প্রতিরোধ সম্ভব। পাবনায় কিডনি ফাউন্ডেশনের নবম বার্ষিক সভা ও বৈজ্ঞানিক সেমিনারের এ তথ্য জানানো হয়। ডায়ালসিসের আগেই কিডনি ট্রান্সপ্লান্টেশন করা গেলে রোগীর সুস্থতার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

শুক্রবার বিকেলে পাবনার বনগ্রামে অনুষ্ঠিন এ বৈজ্ঞানিক সেমিনারে চিকিৎসকরা জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় দুই কোটিরও বেশি মানুষ কিডনি রোগে ভুগছেন। প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ চিহ্নিত করা গেলে রোগী সহজেই সুস্থ হতে পারে। ডায়ালসিসের আগেই কিডনি ট্রান্সপ্লান্ট করলে রোগী তুলনামূলক বেশিদিন সুস্থভাবে বাঁচতে পারে।

বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইন্সটিটিউট পাবনার সভাপতি অধ্যাপক ডাঃ সাকিব উজ জামান আরেফিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি দেশবরেণ্য কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ হারুন অর-রশিদ। বৈজ্ঞানিক সেমিনারে কিডনি চিকিৎসা ও প্রতিস্থাপনের নীতিমালা, চিকিৎসার বিভিন্ন সুবিধা অসুবিধা তুলে ধরার পাশাপাশি নবীন চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডাঃ আবু সাঈদ, অধ্যাপক ডাঃ খাজা নাজিমুদ্দিন, অধ্যাপক ডাঃ এ এইচ এম রওশন, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের ব্যাবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ হারুন অর রশিদ বলেন, দেশে কিডনি রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। সচেতনতা ও সঠিক সময়ে চিকিৎসায় এই রোগ মোকাবেলা সম্ভব। ইনসেপ্টা ও কিডনি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ব্যয়বহুল কিডনি রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতা সৃষ্টিতে পাবনায় সায়েন্টিফিক সেমিনারে পাবনার ৬০ জন নবীন চিকিৎসক ছাড়াও শতাধিক কিডনি রোগী ও রোগীর স্বজন অংশ নেন।

এ সময় কিডনি ট্রান্সপ্লান্ট সচেতনতা, একিউট কিডনি ইনজুরি, ফ্যাটি লিভার ডিজিস, গোসেরুলোনেফ্রাইটিস আধুনিক ব্যাবস্থাপনা বিষয়ে ধারণা দেয়া হয়।

Leave a Reply