অনলাইন ডেস্ক :- ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ শরিফ ওসমান হাদির নামে সন্তানের নাম রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম। শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাদির নামে সন্তানের নাম রাখেন তিনি। পোস্টে হাদির সাথে কথপোকথনের একটি স্ক্রিনশট এবং সন্তানের ছবি যুক্ত করেছেন তাওসিফ।
এ বিষয়ে জানতে চাইলে তাওসিফ বলেন, ‘ওসমান হাদি ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। গত ৫ ডিসেম্বর হাদি ভাইয়ের কাছে আমার সন্তানের জন্য ভালো নাম জানতে চেয়েছিলাম। ভাই হয়ত ব্যস্ততার কারণে তখন অমাাকে কোনো নাম সাজেস্ট করতে পারেননি।’
তাওসিফ বলেন, ‘হাদি ভাই পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণরা নাম হয়ে থাকবে। তিনি সব সময় দেশের জন্য শহীদ হতে চেয়েছিলেন। ভাইয়ের প্রতি সম্মন এবং ভালোবাসার জন্য আমার সন্তানের নাম হাদি রেখেছি।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমার সন্তানের নাম রেখেছিলাম তাশরিফুল মাহতিন আয়ান। এই নাম পরিবর্তন করে এখন আমার ছেলের নাম রেখেছি মাহতিম ওসমান হাদি।’
গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র্য প্রার্থী ছিলেন।
গুরুতর আহত ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.