অনলাইন ডেস্ক :- লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে। এদিন তার জানাজায় রাজধানীসহ সারাদেশে মানুষের ঢল নামে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। এর আগে, দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
জাতীয় সংসদ ভবনের জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
সারাদেশে গায়েবানা জানাজা
রাজধানীতে সরাসরি জানাজায় অংশ নিতে না পারলেও বরিশাল, সৈয়দপুর, মাদারীপুর, চাঁদপুর, মৌলভীবাজার ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ।
বরিশালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসরের নামাজের পর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিক্ষোভ মিছিল বের করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
নীলফামারীর সৈয়দপুরে পাঁচমাথা মোড়ে বিশাল গায়েবানা জানাজায় শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে হাদির অবস্থান আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।
মাদারীপুরের রাজৈরে, চাঁদপুর সরকারি কলেজ মাঠে, মৌলভীবাজারের বড়লেখা এবং সিলেটের কোর্ট পয়েন্ট এলাকাতেও দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থানে বক্তারা বলেন, একজন মানুষকে হত্যা করা গেলেও তার আদর্শকে হত্যা করা যায় না।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.