
কুমিল্লা জেলা প্রতিনিধি :- দৈনিক বাংলাদেশ কণ্ঠ পত্রিকার বুর্যো চীফ আলমগীর হোসেন পারিবারিক কোলাহলের জেরে হামলার শিকার হয়ে বর্তমানে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আলমগীর হোসেন জানান,তাঁর ছোট ভাই নাসিরের নেতৃত্বে স্ত্রী-হাসনা বেগম,ছেলে-অর্পণ ও শাহ আলম বাবুর স্ত্রী সাপকীন”মীম” মিলে পরিকল্পিতভাবে তাঁর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বলে অভিযোগ করে।
হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। কোতোয়ালি মডেল থানায় এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এ বিষয় অভিযোগ দায়েরের প্রক্রিয়াধীন।



