শিরোনাম
চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু সেটি কেন হয়ে যাবে মবোক্রেসি? প্রশ্ন সালাহউদ্দিনের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, যা বলছে ভারত হাইকমিশনে হামলা দিল্লির বক্তব্য পুরোপুরি প্রত্যাখ‍্যান ঢাকার যে কারণে হাতিরঝিলে ভাই-বোনের মৃত্যু, জানালো পুলিশ হাদি হত্যায় দুইজন ফের রিমান্ডে তারেক রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি লক্ষীপুরে তালাবদ্ধ ঘরে দগ্ধ বেলালের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ২ মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি

যে কারণে হাতিরঝিলে ভাই-বোনের মৃত্যু, জানালো পুলিশ

Chif Editor

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকায় দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। একই কারণে শিশুদের বাবা-মাও অসুস্থ ছিলেন, প্রাথমিক চিকিৎসায় তারা সুস্থ হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে বাসার সামনে লাশবাহী অ্যাম্বুল্যান্স থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্তের পর আজ রোববার (২১ ডিসেম্বরর) সকালে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত আফরিদা চৌধুরী (১০) ও ইলহাস চৌধুরী (১) কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার মুঘলটুলি গ্রামের মোসলে উদ্দিনের সন্তান। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আকরিদা ভিকারুননিসা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের বরাত দিয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, শুক্রবার দিবাগত রাতে খাবার খেয়ে শিশু আকরিদা ও ইলহাস ঘুমিয়ে পড়ে। পরে রাত আড়াইটার দিকে বোন আফরিদা চৌধুরীর হঠাৎ বমি করতে শুরু করে। ওই অবস্থায় তাকে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

আর ১৪ মাস বয়সী শিশু ইলহাস শনিবার সকাল থেকে বমি করতে শুরু করে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর দেড়টায় তার মৃত্যু হয়। তাদের মরদেহ দাফনের জন্য গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে লাশবাহী গাড়িতে রাখা হয়। সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঢামেকে পাঠায় পুলিশ।

মো. সুমন মিয়া আরো বলেন, খাবারে বিষক্রিয়া না অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

শিশুদের চাচা তৌহিদ আলম চৌধুরী বলেন, আফরিদা বেইলি রোডের ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৬ ডিসেম্বর আফরিদার জন্মদিন ছিল। বাবা-মা দুই সন্তানকে নিয়ে বাইরে কোনো এক রেস্টুরেন্টে খাবার খেয়েছিলেন। চার দিন পরে তারা অসুস্থ হয়ে পড়েন। এই খাবার খেয়ে, না-কি অন্য কোনো খাবার খেয়ে অসুস্থ হয়েছেন তা আমরা নিজেরাও বুঝতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানতে পারব।

Leave a Reply