শিরোনাম
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালত”র অভিযানে নয় জুয়াড়ি গ্রেপ্তার  ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই অবৈধ ইটভাটা ধ্বংস, ৮ লাখ টাকা জরিমানা বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্যখাতে পূর্ণাঙ্গ ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলা হবে: ডা. রফিকুল ইসলাম নির্বাচনের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন: পরিস্থিতি স্বাভাবিক চায় দুই দেশই ১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ভারতের সঙ্গে তিক্ততা চায় না সরকার: অর্থ উপদেষ্টা আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত: নাহিদ দল ব্যবস্থা নিলেও আমি স্বতন্ত্র নির্বাচন করব: রুমিন ফারহানা নিষিদ্ধ ছাত্রলীগের তিতুমীর কলেজ শাখার সহ-সভাপতি নকিব তালুকদার গ্রেপ্তার

পেঁয়াজের কেজি প্রতি বিশাল দাম কমার সুখবরে যা জানা গেল

Chif Editor

অনলাইন ডেস্ক :- দিনাজপুরের হিলি বাজারে ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজের পরিমাণ বেড়ে যাওয়ায় কেজিপ্রতি দাম প্রায় ৪০ টাকা কমেছে। এখন পাইকারি বাজারে ৭৫ টাকার পেঁয়াজ প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে জানা গেছে, চার দিনের ব্যবধানে দাম কেজিপ্রতি ৪০ টাকা কমেছে। দাম কমায় সাধারণ ক্রেতা-বিক্রেতারা খুশি হয়েছেন।

গত শনিবার ভারত থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারি বাজারে ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়েছিল। এখন তা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে পেঁয়াজের দাম ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে নেমেছে। এদিকে দেশি মুড়ি পেঁয়াজের দামও কমে ৫৫ টাকা কেজিতে নেমেছে, যা চার দিন আগে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হতো। হঠাৎ দাম কমে যাওয়ায় সাধারণ নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, “এক সপ্তাহ আগেও ১০০ টাকার কাছাকাছি পেঁয়াজ কিনেছিলাম। আজ খুচরা বাজারে মাত্র ৪০ টাকায় এক কেজি কিনতে পেরেছি।”

রফিকুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, “পেঁয়াজ একটি নিত্যপ্রয়োজনীয় কাঁচা পণ্য। দাম কমে গেলে আমাদের অনেক উপকার হয়। আজ বাজারে পেঁয়াজের দাম কম শুনে অনেক ভালো লাগছে।”

হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম জানান, “চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে। পর্যাপ্ত আমদানি হওয়ায় দামও কমেছে। প্রকারভেদে ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকায় পাইকারি বিক্রি করছি। আশা করি আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমে যাবে।”

Leave a Reply